মেহেন্দিগঞ্জে সুবিধা বঞ্চিতদের সহায়তা ও শিক্ষার মান উন্নয়নে মা সমাবেশ
- আপডেট সময় : ১১:১৬:২৭ অপরাহ্ন, সোমবার, ২৮ অগাস্ট ২০২৩
- / ৩৮৩ বার পড়া হয়েছে
মোঃ মশিউর রহমান সুমন
মেহেন্দিগঞ্জ, (বরিশাল) প্রতিনিধিঃ
নেপোলিয়ন বলেছিলেন আমাকে একজন শিক্ষিত মা দাও,আমি একটি শিক্ষিত জাতি দিবো। সুতরাং একথা অনস্বীকার্য যে, সন্তানের ভবিষ্যৎ গঠনে মায়ের ভুমিকাই প্রধান। সন্তানের নৈতিক চরিত্র গঠন ও আনুষ্ঠানিক শিক্ষায় অবিভাবক হিসাবে মায়ের গুরুত্ব সবচেয়ে বেশি, যাকে গুরুত্ব দিয়ে শিক্ষার ভিত করা গেলে তা আরো বাস্তবমুখী ও গুনগত মানের হয়ে উঠবে সন্দেহ নেই। জন্মের পর অসহায় শিশুকে শত প্রতিকূলতা পেড়িয়ে মা-ই কথা বলতে, পথ চলতে শেখান। সন্তানের সুন্দর ভবিষ্যৎ গঠনে মায়ের ভুমিকা ই অপরিসীম।
আজ (২৮আগষ্ট) সোমবার সকাল ১০ টায় বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া ইউনিয়নের করোনেশন হাইস্কুল কতৃক আয়োজিত সুবিধা বঞ্চিতদের সহায়তা ও শিক্ষার মান উন্নয়নে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল -৪ হিজলা, মেহেন্দিগঞ্জ, কাজিরহাট আসনের সংসদ সদস্য পঙ্কজ দেবনাথ। এসময় তিনি সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের মাঝে সহায়তা প্রদান করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া করোনেশন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা,অবিভাবক, ছাত্র ছাত্রী, ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।
উক্ত সুবিধা বঞ্চিত ও শিক্ষার মান উন্নয়নে মা সমাবেশ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উলানিয়ার কৃতিসন্তান মোঃ ফুয়াদ আহম্মেদ চৌধুরী।