মেহেন্দিগঞ্জে ১২০০পিচ ইয়াবাসহ ইউপি সদস্য ও তার সহযোগী আটক

- আপডেট সময় : ০৮:৪০:৩৫ অপরাহ্ন, শনিবার, ৫ অগাস্ট ২০২৩
- / ৩০১ বার পড়া হয়েছে

মোঃ মশিউর রহমান সুমন
মেহেন্দিগঞ্জ, (বরিশাল) প্রতিনিধিঃ
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার পৌর এলাকা থেকে এক হাজার ২০০ পিচ ইয়াবাসহ এক ইউপি সদস্য ও তার সহযোগীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (৫আগষ্ঠ) গভীর রাতে মেহেন্দিগঞ্জ পৌরসভার অম্বিকাপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য লুৎফর রহমান রুবেল পাটোয়ারী (৪৫) ও তার সহযোগী রাসেল আহম্মেদ (৪০) পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
পুলিশ জানায়, রাতে গোপন সংবাদের ভিত্তিতে অম্বিকাপুরে নির্মানাধীন পাবলিক ক্লাবে অভিযান চালিয়ে তাদের দুজনকে আটক করা হয়। এ সময় তাদের দেহ তল্লাশি করে এক হাজার ২০০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
মেহেন্দিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শফিকুল ইসলাম বলেন, ইয়াবা সেবন ও ক্রয় -বিক্রয়ের সাথে জড়িত থাকার অভিযোগে ইউপি সদস্য ও তার সহযোগীকে আটক করা হয়েছে। এস আই শাহাবুদ্দিন হাওলাদার বাদী হয়ে তাদের রিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
আসামীদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি।