মেহেন্দিগঞ্জে ৩৩ কেজি গাঁজাসহ আটক ৩

- আপডেট সময় : ০৯:৫০:২৬ অপরাহ্ন, বুধবার, ১৩ সেপ্টেম্বর ২০২৩
- / ৩৩৯ বার পড়া হয়েছে

মোঃ মশিউর রহমান সুমন
মেহেন্দিগঞ্জ, (বরিশাল) প্রতিনিধিঃ
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় ৩৩ কেজি গাঁজাসহ ৩ জনকে আটক করা হয়েছে।
বুধবার (১২সেপ্টেম্বর) দুপুর ২টা ৫৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের বরিশাল জেলা সহকারী পরিচালক ফয়সাল মাহমুদের নেতৃত্বে অভিযান পরিচালনা করে মেহেন্দিগঞ্জ উপজেলার পাতারহাট স্টিমারঘাট (লঞ্চঘাট) এলাকায় এমভি পারিজাত লঞ্চে অভিযান চালিয়ে ৩৩ কেজি গাঁজাসহ ৩ জনকে আটক করা হয়। লঞ্চটি বরিশাল থেকে ছেড়ে লক্ষীপুরের উদ্দেশ্যে যাচ্ছিলো।
আটককৃতরা হলেন, মোঃ জাকির হোসেন খন্দকার(৪২) পিতাঃ মৃত আব্দুল করিম খন্দকার, সাং- গাজিপুর, ৬নং ওয়ার্ড জগন্নাথপুর, কুমিল্লা সদর ও মোঃ ফারুক মল্লিক (৩৮) পিতাঃ মোঃ সমেদ মল্লিক, সাং সালুকা বরিশাল সদর এবং মোঃ আঃ আজিজ, (৪৫) পিতাঃ মোঃ মোখলেছুর রহমান।
এদিকে মেহেন্দিগঞ্জ উপজেলা ভ্রাম্যমান আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদেরকে ৩ মাসের সাজা প্রদান করেন।