মেহেন্দিগঞ্জ আল-হেরা মাদ্রাসায় ছাত্র -অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

- আপডেট সময় : ১১:৩৩:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ১ অক্টোবর ২০২৩
- / ৩২১ বার পড়া হয়েছে

মোঃ মশিউর রহমান সুমন, মেহেন্দিগঞ্জ, (বরিশাল) প্রতিনিধিঃ
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার পাতারহাট বন্দরস্থ আল- হেরা মাদ্রাসায় ছাত্র -অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবারে (৩০সেপ্টেম্বর) সকাল ১০টায় মাদ্রাসা ভবনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন আল- হেরা মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক সাংবাদিক হাফেজ মোঃ আনিছুর রহমান এবং সমাবেশ পরিচালনা করেন দূর্গাপুর হাফেজিয়া মাদ্রাসার পরিচালক মাওলানা নুরে রাব্বি নাঈম।
উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন মাওলানা মোঃ ওয়ালি উল্লাহ।
এছাড়াও সমাবেশে অভিভাবকগন তাদের অভিযোগ ও গঠনমূলক বক্তব্যের মাধ্যমে পরামর্শ প্রদান করেন।
আল- হেরা মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও পরিচালক হাফেজ মোঃ আনিছুর রহমান বলেন, চলমান বছরের শিক্ষার ঘাটতি পূরন করে এবং আগামী বছরে শিক্ষার মান আরো উন্নত করার লক্ষে আল্লাহর সাহায্য ও অভিভাবকদের সার্বিক সহযোগিতা কামনা করেন।