মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামিলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ১১:০৫:৫০ অপরাহ্ন, শনিবার, ২৯ জুলাই ২০২৩
- / ৪০৬ বার পড়া হয়েছে
মোঃ মশিউর রহমান সুমন
মেহেন্দিগঞ্জ, (বরিশাল) প্রতিনিধিঃ
বরিশাল মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামিলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৯জুলাই) সকাল ১১টায় বাংলাদেশ আওয়ামী লীগ মেহেন্দিগঞ্জ উপজেলা কার্যালয়ে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। উক্ত বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ডক্টর সাম্মী আহম্মেদ। তিনি বরিশাল থেকে স্পীডবোট যোগে মেহেন্দিগঞ্জে আসেন এবং বর্ধিত সভায় অংশগ্রহণ করেন এবং দিকনির্দেশনা মূলক বক্তব্য দেন। আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।
এসময় আরো উপস্থিত ছিলেন মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামিলীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব কামাল উদ্দিন খাঁন, মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক মোঃ সাহাব আহম্মেদ, উপজেলা আওয়ামিলীগের সহসভাপতি আলহাজ্ব আঃ মকিম তালুকদার, উপজেলা আওয়ামিলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মোতালেব জাহাঙ্গীর, আলিমাবাদ ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ ইমরান হোসেন বাপ্পিসহ মেহেন্দিগঞ্জ উপজেলা আওয়ামিলীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।