রাণীশংকলে ডিগ্রী কলেজের শিক্ষক প্রতিনিধি নির্বাচন সম্পন্ন

- আপডেট সময় : ০৯:৩২:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩
- / ৩১৭ বার পড়া হয়েছে

এ কে আজাদ, রাণীশংকৈল প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল ডিগ্রি কলেজের শিক্ষক প্রতিনিধি নির্বাচন মঙ্গলবার (১৭ অক্টোবর) সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়। পুরুষ শিক্ষক প্রতিনিধি পদে সহকারি অধ্যাপক শাহ আলম, প্রভাষক সফিকুল ইসলাম শিল্পি, প্রভাষক কামাল হোসেন এবং মহিলা শিক্ষক প্রতিনিধি পদে প্রভাষক তৌহিদা পারভীন ও প্রভাষক সাইয়েদা উম্মুল খায়ের প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ৯৬ জন ভোটারের মধ্যে ৯২ জন ভোট প্রয়োগ করেন।
ফলাফলে শাহ আলম ৬৪, কামাল হোসেন ৫৯ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকতম প্রতিদ্বন্দি সফিকুল ইসলাম শিল্পি পেয়েছেন ৪১ ভোট। অপরদিকে তৌহিদা পারভীন ৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি সাইয়েদা উম্মুল খায়ের পেয়েছেন ৩০ ভোট। নির্বাচন পরিচালনা করেন অধ্যক্ষ জাকির হোসেন, অফিস সহকারি গোলাম রব্বানী ও মতলেবুর রহমান।
নির্বাচনের ফলাফল ঘোষণা করেন রিটানিং কর্মকর্তা অধ্যক্ষ জাকির হোসেন।