রাণীশংকৈলে খরিপ মৌসুমে কৃষি উপকরণ সহায়তা উফশী জাতের বীজ সার বিতরণ
- আপডেট সময় : ০২:০২:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জুন ২০২৩
- / ৩৯৭ বার পড়া হয়েছে
এ,কে,আজাদ, রাণীশংকৈল প্রতিনিধিঃ
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ৫ ই জুন সোমবার সকালে ২০২২-২০২৩ অর্থবছরে খরীপ /২০২৩-২০২৪ মৌসুমে সরকারের প্রনোদনার কর্মসূচির আওতায় গ্রীষ্ম কালীন পেঁয়াজ বীজ (নবী)ও আমন ধানের উফশী জাতের বীজ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ সার ও কৃষি উপকরণ সহায়তা প্রদানের শুভ উদ্বোধন করা হয়। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কৃষি অফিস চত্বরে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার আজম মুন্না, উপজেলা আওয়ামী লীগ সভাপতি শইদুল হক, ভাইস চেয়ারম্যান শেফালী বেগম,জাতীয় পার্টির আহবায়ক জাহাঙ্গীর আলম সহ কৃষি অফিসের সহকারী কৃষি অফিসার বৃন্দ ও কৃষক কিসানিরা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
স্বাগত বক্তব্যে কৃষি অফিসার সঞ্জয় দেবনাথ বলেন, উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে খরিপ মৌসুমে উন্নত আমন ধানের বীজ ও পেঁয়াজ বীজ, সার, কৃষি সহায়তা হিসেবে বিনামূল্যে PTOL মেশিন প্রদান করছে সরকার। ধান বীজ সার মোট ১৫০০ জন কৃষক পাবে, পেঁয়াজ বীজ মোট ২০৬০ জন কৃষক পাবে। তবে পেঁয়াজ বীজ ১ কেজির সাথে ডিএপি ২০কেজি, এমওেি ২০ কেজি, পলেথিন ১৫০ বর্গমিটার,সুতলি ৫০০গ্রাম, প্রভেক্স ১৫ গ্রাম,সেচ বাবদ ৫০০টাকা,শ্রমিক বাবদ ১৫০০ টাকা, বাঁশ ক্রয় ৮০০টাকা, মোট ২৮০০ টাকা প্রতি কৃষক পাবে।
অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী কৃষি অফিসার সাদেকুল ইসলাম।