রাণীশংকৈলে জেলা প্রশাসকের বৃক্ষরোপণ

- আপডেট সময় : ০৭:৪৫:৫০ অপরাহ্ন, সোমবার, ১৪ অগাস্ট ২০২৩
- / ৩৬১ বার পড়া হয়েছে

এ কে আজাদ, রানিশংকৈল প্রতিনিধিঃ
‘সবুজ করি প্রকৃতি ’ এ স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পাইলট উচ্চ বিদ্যালয়ের স্কাউটের আয়োজনে ফলজ, বনজ, ঔষধি বৃক্ষ রোপন ও গাছের চারা বিতরন করা হয়েছে।
সোমবার (১৪ আগষ্ট) দুপুরে রাণীশংকৈল পাইলট উচ্চ বিদ্যালয়ে ১৭ হাজার গাছের চারা বৃক্ষরোপন কার্যক্রম এ কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক মাহাবুবুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্কাউটের সভাপতি নির্বাহী অফিসার (ইউএনও) সাহরিয়ার রহমান, সহকারী কমিশনার ভূমি ইন্দ্রজিৎ সাহা, বিদ্যালয়ের সভাপতি অধ্যক্ষ সইদুল হক, পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সোহেল রানা, উপজেলা স্কাউটের সম্পাদক নূরুল হুদা মনিব, শিক্ষক সমিতির সম্পাদক মোশারফ হোসেন, স্কাউটের শিক্ষক মমতাজ উদ্দিন প্রমুখ।
এ সময় জেলা প্রশাসক মাহাবুবুর রহমান বলেন, বছরে আমরা যে পরিমান গাছ রোপন করি তা যদি সঠিকভাবে রক্ষনাবেক্ষন করি তাহলেই আমাদের গাছ রোপন স্বার্থক হবে।
পরে রাণীশংকৈল পৌরসভায় জেলা প্রশাসক পরিদর্শনে এসে গাছের চারা রোপন করেন সময় উপস্থিত ছিলেন মেয়র মোস্তাফিজুর রহমান সহ অন্যান্য পৌরসভার স্টাফগন।