রাণীশংকৈলে বৈদ্যুতিক তারে জড়িয়ে প্রাণ গেলো টাইলস মিস্ত্রির
- আপডেট সময় : ১১:১০:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জুন ২০২৩
- / ৩৬৭ বার পড়া হয়েছে
এ,কে,আজাদ রানীশংকৈল প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরশহরে মঙ্গলবার (২৭ জুন) দুপুরে বৈদ্যুতিক তারে জড়িয়ে টাইলস মিস্ত্রির মৃত্যুর খবর পাওয়া গেছে। অপরজন মুমূর্ষু অবস্থায় দিনাজপুর এম.আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছে।
খোঁজ নিয়ে জানাযায়, পৌরশহরে কলেজ পাড়ার চুন্নু কর্মকারের বাড়িতে ইলেকট্রিশিয়ান ও টাইলস এর কাজ করছিল ৪ জন শ্রমিক। কাজের ফাঁকে ঘরের ছাঁদে উঠে রড় দিয়ে পাঁকা আম পারছিল। এসময় রাস্তার উপরে থাকা ১১ হাজার ভোল্টের বৈদ্যুতিক তারে জড়িয়ে টাইলস মিস্ত্রি রাণীভবানীপুর গ্রামের অমেনের পুত্র সন্তোষ (১৮) মারা যায়। একইগ্রামের রবেন চন্দ্রের পুত্র শিশনার্থ (২০) আহত হয়ে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতে ভর্তি হয়েছে।
এ প্রসঙ্গে থানা অফিসার ইনচার্জ (ওসি) গুলফামুল ইসলাম মন্ডল বলেন, বিষয়টি আমি শুনেছি। এসআই এরশাদ আলীকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে সে এলেই প্রকৃত তথ্য জানা যাবে।