রাণীশংকৈলে ভোক্তা অধিকারের অভিযান, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
- আপডেট সময় : ০৮:১৪:২৪ অপরাহ্ন, বুধবার, ৪ অক্টোবর ২০২৩
- / ৩৩১ বার পড়া হয়েছে
একে আজাদ, রানিশংকৈল প্রতিনিধি:
ঠাকুরগাঁও রাণীশংকৈলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়। বুধবার (৪ অক্টোবর) দুপুরে উপজেলার বিভিন্ন স্থানে ওই প্রতিষ্ঠানকে জরিমানা করেন- জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা সহকারী পরিচালক মো. শেখ সাদী।
জানা যায়, রাণীশংকৈল পৌর শহরের আবাদ তাকিয়া মাদ্রাসা মোড়ে সুমন ষ্টোরকে ২ হাজার টাকা, হাটখোলা গুদরী কাঁচা বাজার জগদীশ কে ৩ হাজার এবং মুনসুর কে ১ হাজার টাকা জরিমানা করা হয়। ওই দিন রাণীশংকেল উপজেলার বিভিন্ন স্থানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের পক্ষ থেকে মূল্য তালিকা পরিদর্শন ও ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে পন্য বা সেবা বিক্রয় না করা, ভেজাল ও নকল পন্য উৎপাদন ও বিক্রয় না করার বিষয়ে অভিযান পরিচালনা করা হয়।
এ বিষয়ে উল্লেখিত প্রতিষ্ঠানসহ বিভিন্ন দোকান প্রতিষ্ঠানকে এ জাতীয় অপরাধ না করতে সতর্কও করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শেখ সাদী।