রাণীশংকৈলে স্ত্রীকে ‘হত্যার’ পর থানায় স্বামীর আত্মসমর্পণ
- আপডেট সময় : ০৫:১০:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ নভেম্বর ২০২৩
- / ৩৪৫ বার পড়া হয়েছে
একে আজাদ, রাণীশংকৈল প্রতিনিধি:
ঠাকুরগাঁও রাণীশংকৈলে স্বামীর ছুরিকাঘাতে রাবেয়া খাতুন (৩৫) নামে এক গৃহবধূকে হত্যার পর থানায় আত্মসমর্পণ করেছেন তার স্বামী নাজমুল ইসলাম। এ ঘটনায় তাকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
বুধবার (৮ নভেম্বর) সকালে উপজেলার লেহেম্বা ইউনিয়নের পদমপুর হাজীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সকালে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া শুরু হলে হঠাৎ নাজুমল তাঁর স্ত্রী রাবেয়ার বুকের বাম পাশে ধারালো ছুরি দিয়ে আঘাত করেন। আঘাতের পরেই রাবেয়া মাটিতে লুটিয়ে পড়ে। পরিবারের অন্য সদস্যরা-সহ স্থানীয়রা রাবেয়ার চিৎকার শুনে ঘটনাস্থলে এগিয়ে এসে তাঁকে উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাণীশংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) গুলফামুল ইসলাম মন্ডল চ্যানেল স্টারকে বলেন, নাজমুল হোসেন তাঁর স্ত্রীকে ছুরি দিয়ে আঘাত করার পর নিজেই থানায় এসেছেন। ঘটনা জানার পর তাকে আটক করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা করা হবে। মরদেহ ময়নাতদন্তের পর পরিবারের কাছে তুলে দেওয়া হবে।