রাণীশংকৈল থানামাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১ মাদক ব্যবসায়ী আটক

- আপডেট সময় : ১০:৫১:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৬ অগাস্ট ২০২৩
- / ৩৩৮ বার পড়া হয়েছে

একে আজাদ, রাণীশংকৈল প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল থানা পুলিশের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে ১০ বোতল ফেনসিডিল ও ১০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ কামাল হোসেন ৩৮ কে গ্রেফতার করেছে পুলিশ।
আটক কৃত কামাল হোসেন উপজেলার কাশিপুর ইউনিয়নের মহারাজা গ্রামের মোহাম্মদ আলীর পুত্র।
শনিবার (২৬ আগস্ট) দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন রানীশংকৈল থানার অফিসার ইনচার্জ গুলফামুল ইসলাম মন্ডল।
তিনি জানান পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে শুক্রবার রাত সাড়ে ১১ টায় ১০ বোতল ফেনসিডিল ও ১০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ তাকে হাতে নাতে আটক করতে সক্ষম হয়।
তিনি এবিষয়ে আরো বলেন,রানীশংকৈল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তার নামে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।এর আগেও তার নামে থানায় মাদক মামলা রয়েছে। তাকে শনিবার ঠাকুরগাঁও জেলা হাজতে পাঠানো হয়েছে।তবে মাদক নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে. এটা করাকরি নির্দেশনা।