ঢাকা ০২:৫২ পূর্বাহ্ন, রবিবার, ১৫ সেপ্টেম্বর ২০২৪, ৩০ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ

রাত পোহালেই ভোট দিনাজপুর-৬ আসনের বিরামপুর উপজেলার কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০৯:২০:৪৪ অপরাহ্ন, শনিবার, ৬ জানুয়ারী ২০২৪
  • / ৩৮৩ বার পড়া হয়েছে

মোঃ ইব্রাহীম মিঞা, বিরামপুর(দিনাজপুর)প্রতিনিধিঃ

আগামী ৭ জানুয়ারি রোববার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তারই প্রস্তুতি হিসেবে সারা দেশের ন্যায় দিনাজপুর-৬ আসনের বিরামপুর উপজেলার ৬০ টি ভোট কেন্দ্রে পৌঁছানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। বিরামপুর উপজেলার নির্বাচন অবাধ,নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে ভোট গ্রহন সম্পূর্ণ করতে সব ধরণের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন সহকারি রিটার্নিং কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন।

শনিবার (৬ জানুয়ারী) সকালে উপজেলা নির্বাচন অফিসার খন্দকার মোহাম্মদ আলী জানান, বিরামপুর উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৪৯ হাজার ৩ শত ৪৭ জন। পুরুষ ভোটার ৭৪,৫৪৬ মহিলা ভোটার ৭৪,৭৯৭ হিজড়া ভোটার ৪ জন।মোট ভোট কেন্দ্র ৬০টি। প্রিজাইডিং অফিসার ৬০ জন, সহকারী প্রিজাইডিং ৩ শত ৬৪ জন, পোলিং অফিসার ৭ শত ২৮ জন। মোট কেন্দ্রের কক্ষ সংখ্যা ৩ শত ৬৪ টি। উপজেলার প্রতিটি কেন্দ্রে নির্বাচনের ব্যালট বক্সসহ প্রয়োজনীয় সামগ্রী স্ব স্ব কেন্দ্রের প্রিজাইডিং এর কাছে হস্তান্তর করা হচ্ছে। ব্যালট পেপার নির্বাচনের দিন সকালে প্রদান করা হবে। বিরামপুর উপজেলায় কোন ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন এখন পর্যন্ত কোন কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে ধরা হয়নি তবে, সীমান্তবর্তী কেন্দ্রগুলোর ব্যাপারে সতর্ক অবস্থা নেয়া হয়েছে।

সহকারি রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন জানান,নির্বাচন হবে অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষভাবে। বিরামপুর উপজেলায় ২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং বাংলাদেশ পুলিশের পাশাপাশি বিভিন্ন স্তরের নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

রাত পোহালেই ভোট দিনাজপুর-৬ আসনের বিরামপুর উপজেলার কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে যাচ্ছে নির্বাচনী সরঞ্জাম

আপডেট সময় : ০৯:২০:৪৪ অপরাহ্ন, শনিবার, ৬ জানুয়ারী ২০২৪

মোঃ ইব্রাহীম মিঞা, বিরামপুর(দিনাজপুর)প্রতিনিধিঃ

আগামী ৭ জানুয়ারি রোববার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তারই প্রস্তুতি হিসেবে সারা দেশের ন্যায় দিনাজপুর-৬ আসনের বিরামপুর উপজেলার ৬০ টি ভোট কেন্দ্রে পৌঁছানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। বিরামপুর উপজেলার নির্বাচন অবাধ,নিরপেক্ষ ও সুষ্ঠুভাবে ভোট গ্রহন সম্পূর্ণ করতে সব ধরণের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন সহকারি রিটার্নিং কর্মকর্তা, উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন।

শনিবার (৬ জানুয়ারী) সকালে উপজেলা নির্বাচন অফিসার খন্দকার মোহাম্মদ আলী জানান, বিরামপুর উপজেলায় মোট ভোটার সংখ্যা ১ লাখ ৪৯ হাজার ৩ শত ৪৭ জন। পুরুষ ভোটার ৭৪,৫৪৬ মহিলা ভোটার ৭৪,৭৯৭ হিজড়া ভোটার ৪ জন।মোট ভোট কেন্দ্র ৬০টি। প্রিজাইডিং অফিসার ৬০ জন, সহকারী প্রিজাইডিং ৩ শত ৬৪ জন, পোলিং অফিসার ৭ শত ২৮ জন। মোট কেন্দ্রের কক্ষ সংখ্যা ৩ শত ৬৪ টি। উপজেলার প্রতিটি কেন্দ্রে নির্বাচনের ব্যালট বক্সসহ প্রয়োজনীয় সামগ্রী স্ব স্ব কেন্দ্রের প্রিজাইডিং এর কাছে হস্তান্তর করা হচ্ছে। ব্যালট পেপার নির্বাচনের দিন সকালে প্রদান করা হবে। বিরামপুর উপজেলায় কোন ঝুঁকিপূর্ণ কেন্দ্র রয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন এখন পর্যন্ত কোন কেন্দ্রকে ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে ধরা হয়নি তবে, সীমান্তবর্তী কেন্দ্রগুলোর ব্যাপারে সতর্ক অবস্থা নেয়া হয়েছে।

সহকারি রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন জানান,নির্বাচন হবে অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষভাবে। বিরামপুর উপজেলায় ২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং বাংলাদেশ পুলিশের পাশাপাশি বিভিন্ন স্তরের নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে।