রানীশংকৈলে সাপের কামড়ে এক ব্যাক্তির মৃত্যু
- আপডেট সময় : ০৫:৫৪:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ মে ২০২৩
- / ৪০৬ বার পড়া হয়েছে
এ. কে. আজাদ, রানীশংকৈল (ঠাকুরগাঁও )প্রতিনিধি
১নং ধর্মগড় ইউনিয়নে চেকপোস্ট শাহানাবাদ গ্রামে বিষধর সাপের কামড়ে বাবু (৩৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
বুধবার (১৮ মে) বিকাল ৪ টার বেগুন বাড়িতে বিষ প্রয়োগ করতে গেলে কৃষি জমিতেই তাকে বিষধর সাপ কামড় দেয় |সাপ কামড় দেয়ার পর গ্রামের কবিরাজ দিয়ে ঝাড়- ফুক করলে অবস্থার উন্নতি না হওয়ায় রানীশংকৈল ক্লিনিকে নিয়ে আসলে ক্লিনিক কর্তপক্ষ ভ্যাকসিন নেই বলে জানান |
তাৎক্ষনিকভাবে ঠাকুরগাঁও সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানেও ভ্যাকসিন না পেয়ে দিনাজপুরের আব্দুর রহিম মেডিক্যাল কলেজের উদ্দেশ্যে রওনা দেন এবং পথিমধ্যে তিনি মৃত্যুর কোলে ঢলে পরে |
নিহত বাবু সাহানাবাদ গ্রামের মোঃ মজনু হকের ছেলে। সরকারী হাসপাতালগুলোতে সাপের ভ্যাকসিন না পাওয়ায় এলাকার মানুষগুলো ক্ষোভ প্রকাশ করেন | ভ্যাকসিনের অভাবে এর আগেও অনেক মানুষ রানীশংকৈলে সাপের কামড়ে মৃত্যবরন করেছেন বলে অভিযোগ জনসাধারনের |ঠাকুরগাঁও জেলা বাসির সরকারের কাছে দাবি সরকারী হাসপাতালে যেন সাপের ভ্যাকসিন দেওয়া হোক।
ভ্যাকসিনের বিষয়ে রানীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ফিরোজ আলমের সাথে কথা বললে তিনি জানান– আমাদের হাসপাতালে সাপের ভ্যাকসিন নাই ।
এ ব্যাপারে সচেতন মহল মত পোষন করেন,সরকারী ভাবে উপজেলা সরকারী হাপতাল গুলোতে বিষধর সাপের ভ্যাকসিনের চাহিদা দেওয়া অতি জরুরী।