রানীশংকৈলে ১মাসের ব্যবধানে পেয়াজের দাম দ্বিগুন বৃদ্ধি
- আপডেট সময় : ১১:৪৫:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ মে ২০২৩
- / ৩৮৭ বার পড়া হয়েছে
এ কে আজাদ, রানীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার পৌরশহরের বৃহৎ বাজার পাইকারী বাজার শিবদিঘী কাঁচাবাজারের মধ্যে পেঁয়াজের বাজারে আগুন দাম। সপ্তাহখানেক এর ব্যবধানে হঠাৎ পেঁয়াজের দাম লাফিয়ে কেজি প্রতি ২০ থেকে ২৫ টাকা বেশি দরে বিক্রি হচ্ছে। আবার অনেক পেঁয়াজ ব্যবসায়ীর দোকানে সাধারণ ক্রেতাদের দরদামে বাকবিতণ্ড করতে দেখা গেছে।
এখানে বাজার করতে আসা এক দিনমজুর ক্রেতা আক্ষেপ করে বলেন, ‘এই বাজারে গত সপ্তাহে ৫৫ টাকা দরে পেঁয়াজ ক্রয় বিক্রয় করা হয়।
অথচ চলতি সপ্তাহে আজ পেঁয়াজ নিতে এসে অবাক হচ্ছি। প্রতি কেজি পেয়াজ ৮০ টাকা দরে বিক্রি করছেন খুচরা ব্যবসায়ীরা। এমন অবস্থা শুরু হলে কপালে দুঃখ ছাড়া কিছু নেই।
পৌর শহরের আজাদ বলেন’ আজ পেঁয়াজ ৮০ টাকায় কিনেছি। বাজারে জিনিসপত্রের দাম এখন হাতের নাগালের বাইরে।
কিন্তু মধ্যবিক্ত ও নিম্ন আয়ের মানুষজন হতাশায় দিনাতিপাত করছে।
সচেতন মহল বলছেন, উৎপাদন ও মজুদ বিবেচনায় দেশে এ মুহূর্তে পেঁয়াজের দাম বৃদ্ধির কোনো কারণ নেই। কিন্তু কী কারণে বেশি দামে বিক্রি হচ্ছে তা সরকারকে খতিয়ে দেখা দরকার ।
নির্ভরযোগ্য একাধিক সূত্রে জানা গেছে, পাইকারির সিন্ডিকেটে দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। সামনে কোরবানির ঈদ। হয়ত এ মৌসুমকে কাজে লাগাতে চায় এই ব্যবসায়ীরা।
বাজার ঘুরে দেখা গেছে, শাক সবজির দাম কিছুটা কম থাকলেও পেঁয়াজের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। খোদ খুচরা পেঁয়াজ ব্যবসায়ীরাও কল্পনা করতে পারেনি কেন এই পেঁয়াজের দাম বাড়ন্ত।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি বছর ২ লাখ ৪১ হাজার ৯০০ হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ করা হয়েছে। পেঁয়াজ উৎপাদন হয়েছে ৩৪ লাখ টনের বেশি। বর্তমানে মজুত আছে ১৮ লাখ ৩০ হাজার টন। কিন্তু উপযুক্ত সংরক্ষণের অভাবে বা প্রতিকূল পরিবেশের কারণে ৩০-৩৫ শতাংশ পেঁয়াজ নষ্ট হয়ে যায়। ।