রাষ্ট্রপতির সাথে নজরুল বিশ্ববিদ্যালয় উপাচার্যের সাক্ষাৎ

- আপডেট সময় : ০৪:২৮:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ মে ২০২৩
- / ৩৫৭ বার পড়া হয়েছে

দেশের রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর।
সোমবার (৮ মে) বেলা ১২টায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে তার এই সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়।
উপাচার্য রাষ্ট্রপতির হাতে প্রথমেই পুষ্পস্তবক দিয়ে তাকে শ্রদ্ধা ও অভিনন্দন জানান। এরপর তিনি নজরুল বিশ্ববিদ্যালয়ের প্রকাশনাসমূহ তার হাতে তুলে দেন। রাষ্ট্রপতি উপাচার্যকে বঙ্গভবনে স্বাগত জানান।
উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর জাতীয় কবির নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের বিস্তারিত পরিচয় নবনিযুক্ত রাষ্ট্রপতির কাছে তুলে ধরেন। তিনি জানান, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শিক্ষাসূচকের সবগুলো মানে ইতোমধ্যেই উন্নতি করেছে।
রাষ্ট্রপতি নজরুল বিশ্ববিদ্যালয়ের কিছু স্থিরচিত্র অবলোকন করেন এবং তিনি ভবনসমূহ ও ক্যাম্পাসের সৌন্দর্য অনুধাবন করে আনন্দ প্রকাশ করেন।
জাতীয় কবির নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ে নজরুলের জীবনদর্শন প্রতিটি ছাত্রছাত্রীকে পাঠ করতে হয় জেনে রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করেন। গবেষণামেলা, ইন্টারন্যাশনাল কনফারেন্স, রিসার্চ জার্নাল প্রকাশের ধারাবাহিকতা বজায় রাখার ওপর তিনি গুরুত্ব দেন।
উপাচার্য রাষ্ট্রপতির কাছে টুইন ক্যাম্পাসের ধারণা তুলে ধরলে তিনি এ ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন এবং বলেন, নজরুল বিশ্ববিদ্যালয়ের জন্য প্রয়োজনীয় ভূমি থাকা দরকার। রাষ্ট্রপতি নজরুল বিশ্ববিদ্যালয়ের বর্তমান উন্নয়ন ও অগ্রগতির বিবরণ শুনে সন্তোষ প্রকাশ করেন এবং এই বিশ্ববিদ্যালয়ের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।