শিবগঞ্জে বেঞ্চ প্রতীকে ভোট চেয়ে স্বতন্ত্র প্রার্থীর জনসংযোগ
- আপডেট সময় : ০৪:২১:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ ডিসেম্বর ২০২৩
- / ৩৪৬ বার পড়া হয়েছে
শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধিঃ
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ৩৭ বগুড়া-২ শিবগঞ্জ আসনের স্বতন্ত্র এমপি প্রার্থী অধ্যক্ষ আল্ ফারাবী মোঃ নুরুল ইসলাম বেঞ্চ প্রতীকে ভোট চেয়ে ব্যস্ত সময় পার করছেন।
গতকাল সোমবার বিকালে উপজেলার বুড়িগঞ্জ বাজারে জনসংযোগকালে বেঞ্চ প্রতীকের স্বতন্ত্র এমপি প্রার্থী নুরুল ইসলাম বলেন, আমি নির্বাচিত হলে বেকারদের কাজের ব্যবস্থা, জনসাধারণের উপার্জনবৃদ্ধি করা, বয়স্ক ভাতা, চিকিৎসা ভাতা ও শিক্ষা ভাতা নিশ্চিত করাসহ কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করার জন্য কাজ করে যাবো। তিনি আরও বলেন, রাস্তাঘাট, ব্রীজ,কালভাট নির্মাণে করে এই উপজেলাকে মডেল উপজেলা হিসাবে গড়ে তুলতে জনসাধারণকে সাথে নিয়ে কাজ করে যাবো।
জনসংযোগকালে উপস্থিত ছিলেন, সামছুল শেখ, ইমরুল হাসান, আব্দুল মোমিন, এনামুল হক, সাব্বির রহমান, রকি ইসলাম, মিল্লাদ, শাকি ইসলাম, এনামুল-২,রাফি আহমেদ, সৌমিক প্রমুখ।