শিশুদের শারীরিক গঠন ও ভবিষ্যত সুন্দর করতে খেলাধুলার বিকল্প নেই-এমপি শিবলী সাদিক
- আপডেট সময় : ১২:০১:৩২ অপরাহ্ন, বুধবার, ২৬ জুলাই ২০২৩
- / ১০০৮ বার পড়া হয়েছে
মোঃ রাকিব হাসান ডালিম, হাকিমপুর (হিলি) প্রতিনিধি
দিনাজপুরের হাকিমপুর হিলিতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ প্রাথমিক বিদ্যালয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার শুভ উদ্বোধন করেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সদস্য শিবলী সাদিক এমপি।
মঙ্গলবার (২৫ জুলাই) সকাল সাড়ে এগারোটায় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে বাংলাহিলি পাইলট স্কুল এন্ড কলেজ মাঠে ফাইনাল খেলার উদ্বোধন ও আলোচনা সভার আয়োজন করা হয়।
হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত রায় এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক।
প্রধান অতিথি শিবলী সাদি কবলেন, শিশুদের শারীরিক গঠন ও আগামী’র ভবিষ্যত গঠনে খেলাধুলার কোন বিকল্প নেই। বিশেষ করে হাকিমপুর হিলি একটি সীমান্তবর্তী উপজেলা তাই মাদকের ভয়াবহতা থেকে সন্তানদের দূরে রাখতে বেশি বেশি খেলাধুলার আয়োজন করার আহবান জানান। তিনি বিএনপি জামাত সরকারের সমালোচনা করে বলেন, ওই সময় হিলিতে হাত বাড়ালেই মাদক পাওয়া যেতো বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্ষমতায় আসার পরে এবং এখানকার আইন শৃঙ্খলা বাহিনীর শক্ত পদক্ষেপে মাদকের ভয়াবহতা কমে গেছে বলে মনে করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, হাকিমপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন, পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহীন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু সায়েম মিয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শামসুল আলম, বোয়ালদাড় ইউপি চেয়ারম্যান ছদরুল ইসলাম, আলিহাট ইউপি চেয়ারম্যান আবু সুফিয়ান, খট্রামাধবপাড়া ইউপি চেয়ারম্যান কাওসার রহমান, উপজেলা সহকারি শিক্ষা কর্মকর্তা হারুন অর রশীদ, মাহমুদুন্নবী, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক কাহের আলীসহ বিদ্যালয়ের শিক্ষাক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তৌহিদ।
সহকারী শিক্ষা কর্মকর্তা হারুন অর রশিদ বলেন, বঙ্গবন্ধু ফাইনাল খেলায় বাওনা সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দলকে ২-১ গোলে হারিয়ে কলন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল চ্যাম্পিয়ন হয়। অপর দিকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা ফাইনাল খেলায় ধাওয়া নশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দলকে ১-০ গোলে হারিয়ে পাউশগাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ফুটবল দল চ্যাম্পিয়ন। পরে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে গোল্ড কাপ ট্রপি তুলে হয়।