শোক দিবসে সিলেট ডিভিশনাল এসোসিয়েশনের বৃক্ষরোপণ কর্মসূচি
- আপডেট সময় : ০৮:৪২:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ অগাস্ট ২০২৩
- / ৪৪৮ বার পড়া হয়েছে
ডি এইচ রনি, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ
জাতীয় শোক দিবস উপলক্ষে সিলেট ডিভিশনাল এসোসিয়েশন- জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কর্তৃক বিশ্ববিদ্যালয়ের আশেপাশের এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের সৌন্দর্য বর্ধন কমিটির সদস্য সচিব জনাব দ্রাবিড় সৈকতের দিকনির্দেশনায় এবং ফলদ বাংলাদেশ ফাউন্ডেশন – জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সভাপতি জনাব রাহুল মুনশি’র সহযোগিতায় ৪০ টি নিম্নবিত্ত পরিবারে “আম, কাঁঠাল ও থাই পেয়ারা” গাছ লাগানো হয়।
এসময় উপস্থিত ছিলেন সিলেট ডিভিশনাল এসোসিয়েশনের সভাপতি – নাঈম হোসেন আখঞ্জী, সাধারণ সম্পাদক – শিহাব বিন সালেহ, সহ সভাপতি – মোস্তফা নুরুজ্জালাল হীরা, সহ সভাপতি – সাইফুর রহমান জাবেদ, সহ সভাপতি – তারেক আহমেদ সম্রাট, সদস্য – রায়হান আহমেদ এবং বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী স্নিগ্ধা বিনতে রহমান।
তারা বলেন, শোক কে শক্তিতে পরিণত করতে আমাদের বৃক্ষরোপণ কর্মসূচি নতুনমাত্রা যোগ করবে।