শ্রীপুরে আওয়ামীলীগের সদস্য নবায়ন ও সংগ্রহ কার্যক্রম উদ্বোধন
- আপডেট সময় : ০৮:১৮:২২ অপরাহ্ন, সোমবার, ২৯ মে ২০২৩
- / ১১১০ বার পড়া হয়েছে
জিল্লুর রহমান সাগর, মাগুরা প্রতিনিধি:
মাগুরার শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে সোমবার বিকেলে আওয়ামী লীগের সদস্য নবায়ন ও সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে । মাগুরা -১ আসনের সংসদ এ্যাড.সাইফুজ্জামান শিখর প্রধান অতিথি হিসেবে এ কার্যক্রমের উদ্বোধন করেন ।
উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও নাকোল ইউপি চেয়ারম্যান মোঃ হুমাউনুর রশিদ মুহিতের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, সহ-সভাপতি ও শ্রীপুর সদর ইউপি চেয়ারম্যান মোঃ মশিয়ার রহমান।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. হারুণ অর রশিদ, যুগ্ম-সাধারণ সম্পাদক ও গয়েশপুর ইউপি চেয়ারম্যান আবদুল হালিম মোল্লা, দ্বারিয়াপুর ইউপি চেয়ারম্যান আবদুস সবুর, সব্দালপুর ইউপি চেয়ারম্যান মোছাঃ পান্না খাতুন, জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর রহমান স্বপন, জেলা আওয়ামী প্রচার ও প্রকাশনা সম্পাদক ও সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ রেজাউল ইসলাম, জেলা পরিষদের সদস্য আরজান বাদশা, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কবির হোসেন, যুবলীগ নেতা বাবুল রেজা, উপজেলা ছাত্রলীগের সভাপতি বিএম আরিফুজ্জামান সাজ্জাদসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ ।
আলোচনা সভা শেষে মাগুরা-১ আসনের এমপি সাইফুজ্জামান শিখর উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, দ্বারিয়াপুর ইউপি চেয়ারম্যান, সব্দালপুর ইউপি চেয়ারম্যান ও ৮ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের হাতে সদস্য কুপন তুলে দেন । আগামী ২৩ জুন পর্যন্ত এ কার্যক্রম চলবে।