সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করায় হিলিতে আ’লীগের আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ
- আপডেট সময় : ১১:২৭:৩০ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩
- / ৩৭৮ বার পড়া হয়েছে
হাকিমপুর ( দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের হাকিমপুর হিলিতে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার সাথে সাথে শোভা যাত্রা, আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ করেন উপজেলা আওয়ামী লীগসহ সহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
বুধবার (১৫ নভেম্বর) রাত্রি ৭ঃ৪৫ মিনিটে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার সংবাদ পাওয়ার সাথে সাথে উপজেলা আওয়ামী লীগসহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ দলীয় কার্যালয় থেকে মোটরসাইকেল নিয়ে স্থলবন্দর এলাকায় শোভাযাত্রা করেন। পরে হিলি বাজারস্হ গোডাউন মোড় থেকে আনন্দ র্যালি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে গোডাউন মোড়ে এসে শেষ হয়। পরে দলীয় নেতাকর্মী, দোকানিসহ সর্বস্তরের জনসাধারণের মাঝে মিষ্টি বিতরণ করেন।
এসময় উপস্থিত থেকে নেতৃত্ব দেন উপজেলা আ’লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব হারুন উর রশিদ হারুন ও পৌর আ’লীগের সভাপতি ও মেয়র জামিল হোসেন চলন্ত।
এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সহ-সভাপতি শাহেদ মল্লিক বাবু, বীর মুক্তিযোদ্ধা লিয়াকত আলী, সোহরাব হোসেন প্রতাপ, আব্দুল লতিফ মাষ্টার, প্রভাষক আশরাফ আলী, প্রচার সম্পাদক এনামুল হক, পৌর আ’লীগের সাধারণ সম্পাদক নাসিম আহম্মেদ টুকু সাংগঠনিক সম্পাদক মুকুল হোসেন, মিনহাজুল ইসলাম লিটন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কাহের আলী, সম্পাদক তৌহিদুল ইসলাম, ছাত্রলীগের সভাপতি সুমন মন্ডল, সম্পাদক মাহাবুব আলম, শ্রমিক লীগের সভাপতি মোর্শেদ, উপজেলা কৃষকলীগের সাবেক সাধারণ সম্পাদক মহাসিন আলী, পৌর যুবলীগের সভাপতি মাহমুদুল হাসান উজ্জল, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আতাউর রহমান কাজল, সম্পাদক রাজু আহমেদ, কৃষকলীগের সভাপতি মিলন মন্ডল, সাধারণ সম্পাদক রাকিব হাসান ডালিম, ছাত্রলীগের সভাপতি তারিকুল সরকার, সম্পাদক অনিক সরকার, কৃষকলীগ নেতা মার্শাল , ছাত্রনেতা সোহাগ সরকার, মহিউদ্দিন মারুফ, রিয়াদ হোসেন, মুহিত আহমেদ, মোস্তাকিম হোসেন, সাব্বির হোসেন, মোশাররফ হোসেন শাকিল সরকার, রিয়াল চৌধুরীসহ আওয়ামিলীগসহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় নেতাকর্মীরা শ্লোগান দেন এই মাত্র খবর এলো নির্বাচনের তফসিল ঘোষণা হলো, শেখ হাসিনা সফল হলো। দেশ বিরোধী অবৈধ ষড়যন্ত্রের অবরোধের প্রতিবাদে সকল নেতাকর্মীদের রাজপথে থাকার আহবান জানান নেতাকর্মীরা।