সরকারের নিয়ন্ত্রণে নির্বাচন হয়েছে : জি এম কাদের
- আপডেট সময় : ০৩:১৯:৫১ অপরাহ্ন, সোমবার, ৮ জানুয়ারী ২০২৪
- / ৩৯৯ বার পড়া হয়েছে
সদ্য হওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, সরকারের নিয়ন্ত্রণে নির্বাচন হয়েছে। এ নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে না।
সোমবার (৮ জানুয়ারি) দুপুরে নিজ নির্বাচনী এলাকা রংপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব এসব কথা বলেন।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৩ (সদর) আসনে জয়ী হয়েছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হলেন তৃতীয় লিঙ্গের স্বতন্ত্র প্রার্থী আনোয়ারা ইসলাম রানী।
এ আসনে রংপুর-৩ সদর আসনে মোট ১৭৫টি কেন্দ্রের ফলাফল অনুযায়ী, জি এম কাদের লাঙ্গল প্রতীকে ৮১ হাজার ৮৬১ ভোট পেয়ে বেসরকারিভাবে জয়ী হয়েছেন। তার নিকতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আনোয়ারা ইসলাম রানী পেয়েছেন ২৩ হাজার ৩২৬ ভোট।
রংপুর-৩ আসনে মোট ভোটার ৪ লাখ ৯৪ হাজার ৭৬৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৪৭ হাজার ৪৭২ জন এবং নারী ভোটার ২ লাখ ৪৭ হাজার ২৯৪ জন, আর তৃতীয় লিঙ্গের ভোটার মাত্র দুইজন। ১৭৫টি কেন্দ্রে এবং ১০১৬টি ভোটকক্ষে ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।