সাতক্ষীরায় বাসের ধাক্কায় যুবক নিহত
- আপডেট সময় : ১১:৫৩:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ অগাস্ট ২০২৩
- / ৪০০ বার পড়া হয়েছে
হাবিবুর রহমান সোহাগ,জেলা প্রতিনিধি:
সাতক্ষীরার পাটকেলঘাটায় যাত্রাবাহী বাস ইমাদ পরিবহনের ধাক্কায় মাহমুদুল ইসলাম (২৮) নামের এক মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলে নিহত হয়েছেন। শুক্রবার (১৮ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে পাটকেলঘাটা থানার ত্রিশমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাহমুদুল ইসলাম সাতক্ষীরার তালা উপজেলা সদরের মাঝিয়াড়া গ্রামের আবু জাফর মোড়লের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার সকালে মাহমুদুল ইসলাম মোটরসাইকেল যোগে সাতক্ষীরা থেকে পাটকেলঘাটার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ত্রিশমাইল এলাকায় পৌঁছালে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা একটি ইমাদ পরিবহনের সঙ্গে ধাক্কা লাগে মাহমুদুল ইসলামের মোটরসাইকেলের। এ সময় তার মাথায় প্রচন্ড আঘাত পেয়ে ঘটনাস্থলে নিহত হয়।
পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ হোসেন জানান, মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। তাছাড়া এ বিষয়ে এখনো কেউ থানাতে অভিযোগ দেয়নি।