সাতক্ষীরার কলারোয়া সীমান্তে বিজিবি’র অভিযানে ৭ কোটি টাকার এলএসডি সহ আটক ১

- আপডেট সময় : ০৩:১৯:০৩ অপরাহ্ন, শনিবার, ২৩ সেপ্টেম্বর ২০২৩
- / ৩২৭ বার পড়া হয়েছে

হাবিবুর রহমান সোহাগ, সাতক্ষীরা সদর :
সাতক্ষীরার কলারোয়া সীমান্তে অভিযান চালিয়ে ৭ বোতল তরল এলএসডি সহ একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।
শুক্রবার(২২ সেপ্টেম্বর)রাত ৮ টার দিকে কলারোয়া উপজেলার সীমান্তবর্তী বালিয়াডাঙ্গা বাজার এলাকায় অভিযান চালিয়ে ভয়ঙ্কর এই মাদক জব্দ করা হয়।জব্দকৃত ৭ বোতল এলএসডি’র মূল্য ৭ কোটি ২৮ লক্ষ টাকা।
আটককৃত আসামীর নাম- আশিকুর জামান (২৩) সে সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ইউনিয়নের গোবিন্দকাঠি গ্রামের শাহাজাহান শেখের পুত্র। সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোঃ আশরাফুল হক’র নির্দেশনায় কাকডাঙ্গা বিওপি’র কমান্ডার আবু তাহের পাটোয়ারির নেতৃত্বে ও সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় গোপন সংবাদের ভিত্তিতে কলারোয়ার গাড়াখালি সীমান্ত থেকে আনুমানিক ২ কিলোমিটার বাংলাদেশ অভ্যন্তরে বালিয়াডাঙ্গা বাজারের সামসুল হকের মিল চত্বর এলাকায় তল্লাশি চালিয়ে খড়গাদা থেকে ৭ বোতল তরল এলএসডি উদ্ধার করা হয়।
আটককৃত আসামীর বিরুদ্ধে মামলা হয়ছে।