সাতক্ষীরা জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ আমিনুর রহমান বাবু
- আপডেট সময় : ০৯:৩৯:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ মে ২০২৩
- / ৩৫৮ বার পড়া হয়েছে
হাবিবুর রহমান সোহাগ,সাতক্ষীরা প্রতিনিধিঃ
সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যানের অস্থায়ী প্যানেল চেয়ারম্যান নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ২৫ মে বেলা ১২ টায় জেলা পরিষদের সভা কক্ষে অস্থায়ী প্যানেল চেয়ারম্যান নির্বাচনে ১১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে দ্বিতীয় বারের মতো সৈয়দ আমিনুর রহমান বাবু প্যানেল চেয়ারম্যান-০১ নির্বাচিত হয়েছেন ৬ ভোট পেয়ে, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শেখ আমজাদ হোসেন পান ৫ ভোট। প্যানেল চেয়ারম্যান-০২ পদে ৬ ভোট পেয়ে নির্বাচিত হন মো. আব্দুল হাকিম, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. গোলাম মোস্তফা পেয়েছেন ৫ ভোট। প্যানেল চেয়ারম্যান-০৩ পদে ৬ ভোট পেয়ে নির্বাচিত হন এ্যাডভোকেট শাহনওয়াজ পারভীন মিলি, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মাহফুজা সুলতানা পেয়েছেন ৫ ভোট। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নজরুল ইসলাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী মো. রেজা রশিদ, জেলা পরিষদের সদস্যগন, প্রশাসনিক কর্মকর্তা এস এম খলিলুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীগন।