সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত বাংলাদেশ; দেওয়ান আল তানভীর আশরাফী চৌধুরী বাবু
- আপডেট সময় : ১০:০৭:২৬ অপরাহ্ন, সোমবার, ২৩ অক্টোবর ২০২৩
- / ৩৪৭ বার পড়া হয়েছে
দোয়ারাবাজার সুনামগঞ্জ প্রতিনিধিঃ
দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান আল তানভীর আশরাফী চৌধুরী বাবু বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত হচ্ছে বাংলাদেশ। যেখানে সকল ধর্মের মানুষ একত্রে মিলেমিশে শান্তিপূর্ণভাবে বসবাস করছে। সোমবার দিনব্যাপী দোয়ারাবাজার উপজেলার মান্নার গাও ইউনিয়নের ও দোহালিয়া ইউনিয়নের সবকটি দুর্গা পূজার মন্ডপ পরিদর্শনকালে উপরোক্ত কথাগুলো বলেন। পুনরায় নৌকায় ভোট দিয়ে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সকলের প্রতি আহ্বান জানান তিনি।
মন্ডপ পরিদর্শনকালে তার সাথে ছিলেন মান্নার গাঁও ইউনিয়নের চেয়ারম্যান মোঃ ইজ্জত আলী , মান্নার গাঁও ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্রী ভুপুতি দাস , আওয়ামী লীগ নেতা ও সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সভাপতি মোঃ আব্দুল হান্নান, আওয়ামী লীগ নেতা বরুন চন্দ্র দাস মোঃ আব্দুল কাদির, আওয়ামী লীগ ,শাহাব উদ্দিন, যুবরাজ আহমদ,ইলিম উদ্দিন, আব্দুর রহমান, অসিত তালুকদার, বাবুল মিয়া, নুর হোসেন, সুমন দাস, কামরুল ইসলাম,, বীর মুক্তিযোদ্ধার উস্তার আলী, আজাদ মেম্বার, তাজুল ইসলাম মেম্বার,বেলাল আহমেদ, আব্দুল কাদির, আমির উদ্দিন, আব্দুল খালিক, দোয়ারাবাজার সদর ইউনিয়নের 2নঃ ওয়ার্ড মেম্বার ও আওয়ামী লীগ নেতা মোঃ মিজানুর রহমান মিজু, আওয়ামী লীগ নেতা হাফিজ আব্দুল করিম লিলু সাংবাদিক ও পূজার উদযাপন পরিষদের সভাপতি সোনাধন দে উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কয়েক শতাধিক নেতাকর্মী সাথে ছিলেন।
দেওয়ান আল তানভীর আশরাফী চৌধুরী বাবু নেতাকর্মীদের সাথে নিয়ে উপজেলার সার্বজনীন পূজা মন্ডপ পরিদর্শণ করেন এবং পূজারী ও পূন্যার্থীদের খোঁজখবর নেন।