সংবাদ শিরোনাম ::
সার্জেন্ট শফিউদ্দিনের মৃত্যুতে ডিএমপি কমিশনারের শোক
নিউজ ডেস্ক
- আপডেট সময় : ১১:০০:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুন ২০২৪
- / ৩৩৪ বার পড়া হয়েছে
ট্র্যাফিক রমনা বিভাগের সার্জেন্ট মো. শফিউদ্দিনের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার হাবিবুর রহমান।
শুক্রবার (১৪ জুন) এক শোকবার্তায় ডিএমপি কমিশনার মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
ডিএমপির ট্র্যাফিক-রমনা বিভাগে কর্মরত পুলিশ সার্জেন্ট শফিউদ্দিন দীর্ঘদিন ধরে ক্যানসার এবং কিডনিজনিত রোগে ভুগছিলেন। সার্জেন্ট শফিউদ্দিন আজ (শুক্রবার) সকাল সোয়া ৯টায় রাজধানীর গেন্ডারিয়ার নিজ বাসায় অসুস্থতাজনিত কারণে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, পুত্রসহ বহু আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
শফিউদ্দিন ১৯৮৮ সালে ভোলা জেলার চরফ্যাশন থানার চর যমুনা গ্রামের এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি ২০১৫ সালে পুলিশ সার্জেন্ট হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।