সিংড়ায় ভূমি সেবা সপ্তাহ ২০২৩ এর উদ্বোধন
- আপডেট সময় : ০৮:৪৭:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ মে ২০২৩
- / ৩৪৮ বার পড়া হয়েছে
মো:আজিজুল হাকিম
সিংড়া নাটোর প্রতিনিধি
নাটোরের সিংড়ায় উপজেলায় স্মার্ট ভূমিসেবা’র দৃঢ়প্রত্যয়ে ভূমি সেবা সপ্তাহ ২০২৩ এর উদ্বোধন হয়েছে।
সিংড়া উপজেলা ভূমি অফিস কার্যালয়ে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ মাহমুদা খাতুন।
এসময় উপস্থিত ছিলেন সিংড়া সহকারী কমিশনার ভূমি, আল ইমরান ।
দেশব্যাপী হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে স্মার্ট ভূমিসেবা সমূহ জনগণের দোরগোড়ায় পৌছে দেওয়ার লক্ষ্যে সারা দেশব্যাপী ২২ মে হতে ২৮ মে ২০২৩ পর্যন্ত ভূমি সেবা সপ্তাহ উদযাপিত হবে ।
সিংড়া উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে ভূমি সেবা সপ্তাহ-২০২৩ উপলক্ষে স্থাপিত সেবা বুথ হতে উপকারভোগীদের মাঝে ডিসিআর ও নামজারি খতিয়ান বিতরণ, অর্পিত সম্পত্তির লীজ মানি আদায় এবং অনলাইনে ভূমি উন্নয়ন কর আদায়পূর্বক দাখিলা সম্পর্কে সবার মাঝে পূর্ণ ধারণা প্রদান করা হয়।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে হতে ভূমিহীনদের মাঝে সরকারি যায়গায় তৈরী কৃত বাড়ির দলীল প্রদান করা হয়।