সংবাদ শিরোনাম ::
সিইসির সঙ্গে বৈঠকে বসেছেন মার্কিন রাষ্ট্রদূত
নিউজ ডেস্ক
- আপডেট সময় : ১২:২৬:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০২৩
- / ৩৬৮ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে বৈঠকে বসেছেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস।
মঙ্গলবার (১ জুলাই) বেলা ১১টার দিকে নির্বাচন কমিশন ভবনে যান পিটার হাস। তারপর সকাল ১১টা ১০ মিনিটে সিইসির কক্ষে বৈঠকটি শুরু হয়। তবে এই বৈঠকে কোন বিষয়ে আলোচনা হবে তা জানা যায়নি।
সিইসির সঙ্গে বৈঠকে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে রয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন দূতাবাসের ডেপুটি পলিটিক্যাল এন্ড ইকোনমিক কাউন্সিলর মি. অরটুরো হেইনস। এছাড়া বৈঠকে নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান ও ইসি সচিব মো. জাহাঙ্গীর আলম উপস্থিত রয়েছেন। এর আগে ২০২২ সালের ৮ জুন সিইসির সঙ্গে বৈঠক করেছিলেন মার্কিন রাষ্ট্রদূত।