সংবাদ শিরোনাম ::
সিএমএইচে ভর্তি সাবেক পররাষ্ট্রমন্ত্রী মোমেন
নিউজ ডেস্ক
- আপডেট সময় : ০৯:৩১:২২ পূর্বাহ্ন, বুধবার, ১২ জুন ২০২৪
- / ৩৩৬ বার পড়া হয়েছে
সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. এ কে আব্দুল মোমেন হঠাৎ অচেতন হয়ে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন আছেন।
মঙ্গলবার (১১ জুন) দুপুর ২টার দিকে সিলেট সদর উপজেলা পরিষদে কয়েকটি অনুষ্ঠানে অংশ নেওয়ার পর হঠাৎ অচেতন হয়ে পড়েন তিনি। পরে তাৎক্ষণিক তাকে সিলেট সিএমএইচে ভর্তি করা হয়। পরে সন্ধ্যা ৬টার দিকে তাকে হেলিকপ্টারে করে ঢাকায় আনা হয়।
আব্দুল মোমেনের ভাই সাবেক সচিব ড. একে আব্দুল মুবিন জানান, ড. মোমেন বর্তমানে ঢাকার সিএমএইচে চিকিৎসাধীন। এই মুহূর্তে তার অবস্থা স্থিতিশীল রয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন তিনি শঙ্কামুক্ত।
ড. একে আব্দুল মোমেন ২০১৮ সালের নির্বাচনে সিলেট সদর আসন থেকে বিজয়ী হন। পরে তাকে পররাষ্ট্রমন্ত্রী করা হয়। ২০২৪ সালের নির্বাচনে বিজয়ী হলেও মন্ত্রিসভায় ঠাঁই হয়নি তার। সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের ছোট ভাই তিনি।