সুইডেনে কোরআন অবমাননার প্রতিবাদেপাঁচবিবিতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৯:৫২:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুলাই ২০২৩
- / ৩৮০ বার পড়া হয়েছে
দবিরুল ইসলাম পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি:
জয়পুরহাটের পাঁচবিবিতে সুইডেনের রাষ্ট্রীয় পৃষ্টপোষকতায় পবিত্র ধর্মগ্রন্থ কোরআনুলকারীম অবমাননা ও আগুণে পোড়ানোর প্রতিবাদে এবং সুইডেনের সকল পণ্য বর্জন ও কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করার দাবিতে আল খিদমাহ্ উলামা ত্বলাবা পরিষদের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার ৬ জুলাই বাদ আছর পাঁচবিবি বায়তুন নূর জামে মসজিদের সামনে থেকে এই বিক্ষোভ মিছিল শুরু হয়। শহর প্রদক্ষিণ শেষে গোহাটী মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্ত্বরে এসে শেষ হয়।
সেখানে প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন আল খিদমাহ্ উলামা ত্বলাবা পরিষদের হাফেজ মাওলানা বোরহান উদ্দিন। প্রধান অতিথির বক্তব্য রাখেন শাইখুল হাদিস আল্লামা আব্দুল হামিদ। বক্তব্য রাখেন হাফেজ জামিল আহম্মেদ, মাও: সাইফুল ইসলাম, মাও: আব্দুল ওয়াদুদ, মাও: আখতার হোসাইন, মাও: মামুনুর রশিদ, মাও: ওমর ফারুক, মুফতি জোবাইর মাহমুদ, হাফেজ ইব্রাহিম সবুজ, মাও: ইসতিয়াক হোসেন প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ রাজিবুল হাসান, হাফেজ মিজানুর রহমান ও হাফেজ নুরনবী হোসেন।