সুইডেনে কোরআন পোড়ানোর প্রতিবাদে বরিশালে জামায়াতের বিক্ষোভ

- আপডেট সময় : ০৯:২২:০০ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুলাই ২০২৩
- / ৩৭২ বার পড়া হয়েছে

বরিশাল প্রতিনিধিঃ
সুইডেনে পবিত্র কোরআন পুড়িয়ে মুসলিম ধর্মের অবমাননা করার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল করেছে জামায়াত ইসলাম বাংলাদেশ। বরিশাল মহানগরের আয়োজনে শুক্রবার (৭জুলাই) জুমার নামাজ শেষে নগরীর গির্জা মহল্লা জামে মসজিদের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে তারা।
মিছিলটি নগরীর সদর রোড হয়ে ফজলুল হক এভিনিউ সিটি কর্পোরেশনের সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা। বরিশাল মহানগর জামায়াতের আমির বাইজিদ বোস্তামীর সভাপতিত্ব বক্তব্য রাখেন মহানগর সাধারণ সম্পাদক মোঃ মতিউর রহমান ও সহ-সাধারন সম্পাদক বাবুগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান আজিজুর রহমান।
সমাবেশে জামায়াতের আমির বাইজিদ বোস্তামী সরকারকে সুইডেনের সঙ্গে বাংলাদেশের সব সম্পর্ক বিচ্ছিন্ন করার জানান।কোরআন অবমাননাকারীদের কঠোর জবাব দেওয়ার কথা বলেন তিনি।মহানগর জামায়াত আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও মিছিল পূর্বে নগরীর অলিতে গলিতে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ।