সুগন্ধা নদীতে তেলবাহী জাহাজে বিস্ফোরন,দগ্ধ ৫, নিখোঁজ ৪
- আপডেট সময় : ০৯:১১:৩০ অপরাহ্ন, শনিবার, ১ জুলাই ২০২৩
- / ৪২০ বার পড়া হয়েছে
বরিশাল প্রতিনিধিঃ
ঝালকাঠির সুগন্ধা নদীতে সাগর নন্দিনী -২ নামক তেলবাহী জাহাজে বিস্ফোরণের ঘটনা ঘটেছে।এতে ৫জন দগ্ধ হয়েছে বলে জানা যায়।এ ঘটনায় নদীতে নিখোঁজ হয়েছে আরও ৫জন।
আজ শনিবার (১জুলাই) স্টার নিউজ টুয়েন্টি ফোর অনুসন্ধানে জানা যায়, দুপুর ২টার দিকে ঝালকাঠি পৌর খেয়াঘাট সংলগ্ন রাজাপুরে এ দূর্ঘটনা ঘটে।তবে কিভাবে এ বিস্ফোরন ঘটে তা এখনও জানা যায়নি।
দুপুর ২টা ৫মিনিটে খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ শুরু করেন বলে জানিয়েছেন স্টেশন অফিসার শহিদুল ইসলাম। বর্তমানে সেখানে ঝালকাঠির দুইটি, রাজাপুর ও নলছিটির দুটি এবং বরিশাল নদী ফায়ার স্টেশন মিলিয়ে ফায়ার সার্ভিসের মোট ৬ টি ইউনিট কাজ করছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, তেলবাহী জাহাজটি কোথা থেকে এসেছে তা এখনও জানা যায়নি।তবে জাহাজটি দুদিন ধরে সুগন্ধা নদীতে নোঙ্গর করা ছিলো। আজ জাহাজে থাকা কয়েক লাখ লিটার জ্বালানি তেল খালাস করার কথা ছিলো।তার আগেই বিকট শব্দে বিস্ফোরন হয় ও আগুন ধরে যায়।এতে জাহাজের পেছনের অংশে থাকা মাস্টার ব্রিজের অংশ উড়ে গেছে বলেও জানান স্থানীয়রা প্রত্যক্ষদর্শীরা জানান, এখন পর্যন্ত ৫জনকে দগ্ধ অবস্থায় উদ্বার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া বেশ কয়েকজন নিখোঁজ থাকার কথা শোনা যাচ্ছে।
বিষয়টি নিশ্চিত করে ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ মহিতুল ইসলাম জানান, ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে এনেছে।তবে এখন পর্যন্ত চার পাঁচজন নিখোঁজ রয়েছেন বলে জানান জাহাজের বাবুর্চি। আর দগ্ধ ৫ জনকে উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ও বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিখোঁজদের সন্ধানে অভিযান চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
এদিকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ সুত্রে জানা যায়, এ পর্যন্ত আগুন লাগা তেলের জাহাজটির খালাসী বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পাদ্রিশিবপুর এলাকার মনিরুল ইসলামের ছেলে মাইনুল ইসলাম হৃদয় সহ (২৮) চারজন ভর্তি হয়েছেন।এরা হলো জাহাজের স্টাফ ফরিদুল ইসলাম (৬০) শাকিল(৩৫) ও ইকবাল হোসেন(৩০)।তবে তাদের সম্পূর্ণ পরিচয় এখনও জানা যায়নি।