সোনাইমুড়ীতে সাহিত্য মেলা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৯:৩০:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩
- / ৩৯২ বার পড়া হয়েছে
মুজাহিদুল ইসলাম
সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি
নোয়াখালী সোনাইমুড়ীতে সাহিত্য মেলা অনুষ্ঠিত হয়েছে ।
দু’দিন ব্যাপি অনুষ্ঠিত মেলার প্রথম দিনে প্রধান অতিথি ছিলেন,নোয়াখালী-১(চাটখীল-সোনাইমুড়ী)আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহীম এমপি। সভাপতিত্ব করেন,নোয়াখালী অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) অজিত দেব।উপজেলা শিক্ষা কর্মকর্তা এমরান হোসেনের সঞ্চলনায় উপস্থিত ছিলেন,সোনাইমুড়ী পৌরসভা মেয়র ভিপি নুরুল হক চৌধুরী,উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.ইসমাইল হোসেন,থানার ওসি জিয়াউল হক,উপজেলা আ.লীগ সাধারণ সম্পাদক আ.ফ.ম বাবুল বাবু,উপজেলা ভূমি কর্মকর্তা শাহিন মিয়া,উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তার পারুলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজন এ সময় উপস্থিত ছিলেন।
লেখক-পাঠকদের মিলনমেলায় পরিনত হয় সোনাইমুড়ী মডেল উচ্চ বিদ্যালয় মাঠ। বিভিন্ন লেখকদের নানারকম বই ছিল স্টল গুলোতে। ছোটদের জন্য ছড়া,কার্টুন গল্প,ছোট গল্প, বড়দের জন্য বিখ্যাত সাহিত্যিকদের বই,কবিতা,প্রবন্ধ,গল্প,উপন্যাসসহ হরেকরকমের বই ছিল স্টলগুলোতে।
আগামীতেও এ ধরনের আয়োজনের মাধ্যমে মফস্বল পর্যায়ের উদ্যমী তরুণ-প্রবীণ লেখকদের প্রতিভা বিকশিত হবে এমনটাই প্রত্যাশা সকালের।