সৌদির সঙ্গে মিল রেখে বরিশালে ঈদ উদযাপন

- আপডেট সময় : ১০:১৭:২১ অপরাহ্ন, বুধবার, ২৮ জুন ২০২৩
- / ৩৬৯ বার পড়া হয়েছে

মোঃ মশিউর রহমান সুমন, মেহেন্দিগঞ্জ, (বরিশাল) প্রতিনিধিঃ
সৌদি আরবের সঙ্গে মিল রেখে বরিশাল বিভাগের ৭৩টি মসজিদে ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হয়েছে। বিভাগের অন্তত ২০হাজার পরিবার ঈদ উদযাপন করেছে । এরা চট্টগ্রাম চন্দনাইশ এলাহবাদ জাহাগিরিয়া শাহসুফি দরবার শরীফের অনুসারী।
বুধবার (২৮জুন) সকাল সাড়ে ৮টার দিকে নগরীর ২৬নম্বর ওয়ার্ডের হরিনাফুলিয়া চৌধুরী বাড়ির শাহ মমতাজিয়া জামে মসজিদ, ও ২৩ নম্বর ওয়ার্ডের তাঁজকাঠী হাজিবাড়ি শাহসুফি জাহাগিরিয়া জামে মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়।
এছাড়াও বরিশালের বাবুগঞ্জের বিভিন্ন এলাকায় আগাম ঈদ উদযাপন করেন চন্দনাইশ এলাহবাদ জাহাগিরিয়া শাহসুফি দরবার শরীফের অনুসারীরা। পৃথীবির কোন প্রান্তে চাঁদ দেখা গেলে তার সঙ্গে তাল মিলিয়ে রোজা ঈদুল ফিতর ও ঈদুল আযহাসহ যাবতীয় ধর্মীয় আচার পালন করেন তারা।
তাঁজকাঠী হাজিবাড়ি শাহসুফি জাহাগিরিয়া জামে মসজিদ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মতিউর রহমান মিঠু জানান, নগরীর ৭টি মসজিদ, বাবুগঞ্জের রাকুদিয়া, নলছিটির দপদপিয়া, পটুয়াখালীর বাউফল, বগা ও রাঙাবালী এবং বরগুনাসহ বিভাগের ৭৩ টি মসজিদে বুধবার ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হয়েছে। ঈদ জামাত শেষে তারা সৃষ্টিকর্তার নামে পশু কোরবানিসহ অন্যান্য আনুষ্ঠানিকতা পালন করবেন।
বিভাগের অন্তত ২০ হাজার পরিবারের ১লাখ মানুষ আজ ঈদ উদযাপন করছেন বলে জানান তিনি।