ঢাকা ০২:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ২০২৩, ১১ আশ্বিন ১৪৩০ বঙ্গাব্দ

স্ত্রীর সঙ্গে ঘুরতে গিয়ে লাশ হয়ে ফিরলেন ব্যবসায়ী

নিউজ ডেস্ক
  • আপডেট সময় : ০১:০১:৫৯ অপরাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩
  • / ৩৩৯ বার পড়া হয়েছে

ছবি: সংগৃহীত

পলাশ উপজেলা প্রতিনিধিঃ

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে স্ত্রী সন্তানকে নিয়ে ঘুরতে বের হয়ে ট্রাকের ধাক্কায় এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

শনিবার (৯ সেপ্টেম্বর) রাতে পাঁচদোনা-টঙ্গী সড়কের টান ঘোড়াশালে এ ঘটনা ঘটে।

নিহত শাকিল মিয়া (২৬) ঘোড়াশাল পৌর এলাকার পিরিন্দারটেক গ্রামের মৃত সালাউদ্দিন মিয়ার ছেলে। সে ঘোড়াশাল বাজারে একটি খাবারের হোটেলের ব্যবসা করতেন।

পুলিশ ও স্বজনরা জানায়, শনিবার বিকেলে স্ত্রী সুবর্ণা ও তার আড়াই বছরের শিশুসন্তান সাফোয়ানকে নিয়ে নিজবাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। পরে পলাশের বিভিন্ন স্থানে ঘোরাঘুরি শেষে রাত সাড়ে ৭টার দিকে টান ঘোড়াশালে পৌঁছালে টঙ্গীর দিক থেকে আসা দ্রুতগামী অজ্ঞাত একটি ট্রাক ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে সড়কের পাশে ছিটকে পড়ে শাকিল, তার স্ত্রী সুবর্ণা ও আড়াই বছরের সন্তান সাফোয়ান। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঘোড়াশাল রওশন জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শাকিলের অবস্থা সংকটাপন্ন দেখে ঢাকায় রেফার্ড করেন। পরে ঢাকায় নেওয়ার পথে রাত সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়। এ দিকে স্ত্রী সন্তানকে নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক এস এম নায়েবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় নিহতের পরিবারের কাছ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে ট্রাকটি আটক করা সম্ভম হয়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

স্ত্রীর সঙ্গে ঘুরতে গিয়ে লাশ হয়ে ফিরলেন ব্যবসায়ী

আপডেট সময় : ০১:০১:৫৯ অপরাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩

পলাশ উপজেলা প্রতিনিধিঃ

নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশালে স্ত্রী সন্তানকে নিয়ে ঘুরতে বের হয়ে ট্রাকের ধাক্কায় এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।

শনিবার (৯ সেপ্টেম্বর) রাতে পাঁচদোনা-টঙ্গী সড়কের টান ঘোড়াশালে এ ঘটনা ঘটে।

নিহত শাকিল মিয়া (২৬) ঘোড়াশাল পৌর এলাকার পিরিন্দারটেক গ্রামের মৃত সালাউদ্দিন মিয়ার ছেলে। সে ঘোড়াশাল বাজারে একটি খাবারের হোটেলের ব্যবসা করতেন।

পুলিশ ও স্বজনরা জানায়, শনিবার বিকেলে স্ত্রী সুবর্ণা ও তার আড়াই বছরের শিশুসন্তান সাফোয়ানকে নিয়ে নিজবাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়। পরে পলাশের বিভিন্ন স্থানে ঘোরাঘুরি শেষে রাত সাড়ে ৭টার দিকে টান ঘোড়াশালে পৌঁছালে টঙ্গীর দিক থেকে আসা দ্রুতগামী অজ্ঞাত একটি ট্রাক ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে সড়কের পাশে ছিটকে পড়ে শাকিল, তার স্ত্রী সুবর্ণা ও আড়াই বছরের সন্তান সাফোয়ান। পরে স্থানীয়রা আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঘোড়াশাল রওশন জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শাকিলের অবস্থা সংকটাপন্ন দেখে ঢাকায় রেফার্ড করেন। পরে ঢাকায় নেওয়ার পথে রাত সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়। এ দিকে স্ত্রী সন্তানকে নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

ঘোড়াশাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক এস এম নায়েবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় নিহতের পরিবারের কাছ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে ট্রাকটি আটক করা সম্ভম হয়নি।