স্বপ্না চন্দ পন্ডিতের ‘মুক্তিযোদ্ধাকে চিঠি’ নামক পত্রোপন্যাসের মোড়ক উন্মোচন

- আপডেট সময় : ১০:২৫:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩
- / ৩৩৩ বার পড়া হয়েছে

আলোকধারা, ময়মনসিংহ আয়োজিত বর্ণিল অনুষ্ঠানের মাধ্যমে ঔপন্যাসিক স্বপ্না চন্দ পণ্ডিত রচিত দ্বিতীয় গ্রন্থ পত্রোপন্যাস “মুক্তিযোদ্ধাকে চিঠি”-এর মোড়ক উন্মোচিত হয়েছে। ৮ নভেম্বর (বুধবার) মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট সংগীতশিল্পী, গবেষক, সংগঠক, বীর মক্তিযোদ্ধা প্রফেসর সুমিতা নাহার সভাপতিত্বে এই অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের উপ প্রধান (অব:) সুবল পণ্ডিত এবং বিশিষ্ট সংগীতশিল্পী, নজরুল গবেষক ও জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক আশিক সরকার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ময়মনসিংহ নাসিরাবাদ বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক বর্ণালী সান্যাল। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল অতিথি শিল্পী এবং আলোকধারা, ময়মনসিংহের শিল্পীদের পরিবেশনায় সংগীত-অর্ঘ্য ‘হেমন্তে কোন বসন্তেরই বাণী’।
উল্লেখ্য, একবছরের ব্যবধানে প্রকাশিত লেখকের দ্বিতীয় উপন্যাস এটি। তাঁর প্রথম উপন্যাস “নীরবে” প্রকাশিত হয় ২০২২ সালে জুন মাসে।