হরিপুরে লিচু বাগানে মুকুলে ভরপুর লিচু, চাষির মুখে হাসির ঝিলিক
- আপডেট সময় : ০১:৫৩:১২ পূর্বাহ্ন, সোমবার, ৮ এপ্রিল ২০২৪
- / ৩৪৬ বার পড়া হয়েছে
হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
হরিপুরে লিচু চাষে অনেকের আগ্রহ দেখা দিয়েছে। লিচু চাষিরা বলছে গত কয়েক বছরের তুলনায় এবছর প্রতিটি গাছে গাছে ডালে ডালে মুকুলের ভারে গাছের ডাল ভেংগে পড়বে বলে অনেকে ভাবছে। লিচু চাষিরা তাদের বাগানে জৈব সার ব্যবহার করছে।
এখনো মুকুল আসেনি এমন বাগানের সংখ্যা অতি নগণ্য। এবছর মুকুল আসার সময় হালকা বৃষ্ঠি হওয়ার কারনে পূর্ণাঙ্গ মুকুল বের হয়েছে জানা যায়।
হরিপুরের মাটি বেলে দো-আঁশযুক্ত হওয়ার কারনে ফলচাষের উপযুক্ত। ফালগুনের শুরু থেকে মাঝামাঝি সময়ে লিচুর মুকুল আসতে শুরু করে। ফালগুনের শেষে লিচুর হলুদ রং ও সোনা রং মুকুল ফোটে চৈত্রের শুরুতে ফুলগুলো কড়িতে রুপান্তরিত হয় আবহাওয়া অনুকুল থাকলে জৈষ্ঠমাসের শুরুতে গাছে গাছে লাল টুকটুকে লিচুর দেখা মিলবে।
দামোল গ্রামের মোঃ আবু সালেহ চৌধুরী ২ বিঘা জমিতে, আব্দুল মান্নন প্রধান ২ বিঘা, আব্দুল মুতালেব ১৬ শতক জমিতে লিচু চাষ করেছে ও আরো অনেকে চাষ করেছে বলে যানা গেছে।
এ ব্যাপারে উপজেলা কৃষিঅফিসার মোঃ রুবেল হুসেন সহিত যোগা যোগ করলে প্রতিবেদক কে জানান যে,এ উপজেলাতে ১০ হেঃকঃ জমিতে লিচু চাষ হয়েছে। লিচুর জাত চাইনা খ্রী বোম্বাই, মাদ্রাজী, কাঠালী, ফল চাষিদের কৃষি অফিসের মাধ্যমে প্রশিক্ষণ ও পরামর্শ দেওয়া হচ্ছে।