হরিপুরে সচিবের বিরুদ্ধে ইউপি সদস্যের সংবাদ সম্মেলন

- আপডেট সময় : ০৭:১৪:২৯ অপরাহ্ন, রবিবার, ৩০ জুলাই ২০২৩
- / ৩১৪ বার পড়া হয়েছে

মোঃ বরকতুল্লাহ, হরিপুর(ঠাকুরগাঁও) প্রতিনিধি
সচিবের বিরুদ্ধে ইউপি সদস্যের অভিযোগ। ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার ২নং আমগাঁও ইউনিয়ন পরিষদের সচিব শহীদুল্লাহ খানের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ উঠেছে।
এ নিয়ে সচিবের বিরুদ্ধে রোববার সকালে সংবাদ সম্মেলন করেন ইউনিয়ন পরিষদের আলী হোসেন, আলমাস ও রাজিয়া নামের এই তিন সদস্য।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার আমগাঁও ইউনিয়ন পরিষদের সচিব শহীদুল্লাহ খান দীর্ঘদিন থেকে জনগণের কাছ থেকে আদায় করা ট্যাক্স, হাট-বাজার ইজারার ১০% ও ৫%, ১% ভুমি কর হস্তান্তর ও ট্রেড লাইসেন্সের টাকার হিসাব না করে ব্যাপক অনিয়ম ও দুর্নীতি করে আসছেন। যা এখন পর্যন্ত কোনো রেজুলেশনের মাধ্যমে সদস্যদের জানানো হয়নি।
আমগাঁও ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের সদস্য আলী হোসেন বলেন, ‘কোনো বিষয়ে ইউপি সচিব শহীদুল্লাহ খান পরিষদের সদস্যদের না জানিয়ে নিজেদের ইচ্ছামতো সিদ্ধান্ত নিয়ে কাজ করে আসছেন। তিনি মনগড়া সিদ্ধান্ত নিয়ে সেই অর্থ আত্মসাৎ করছেন। সচিবের নানাবিধ অনিয়ম-দুর্নীতির প্রতিকার চেয়ে এই সংবাদ সম্মেলন করছি।’
অভিযোগের বিষয়ে আমগাঁও ইউপি সচিব শহীদুল্লাহ খান বলেন, আমার বিরুদ্ধে আনীত অভিযোগ গুলো মিথ্যা এবং বানোয়াট। নিয়ম অনুযায়ী পরিষদের সবকিছু ঠিকঠাক আছে।