হরিরামপুরে অসহায়-দুস্থ পরিবারের মাঝে চেক বিতরন
- আপডেট সময় : ০৯:৩৬:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ মে ২০২৩
- / ৪০০ বার পড়া হয়েছে
মোহাম্মদ আলী,হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধিঃ
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিল হতে অসহায়-দুস্থ পরিবারের মাঝে চেক বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে৷ ২৫শে মে দুপুর ২ ঘটিকায় উপজেলা হল রুমে আন্ধারমানিক মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহেদী হাসান টিপু এর সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার মো:শাহরিয়ার রহমান এর সভাপতিত্বে উক্ত চেক বিতরন করা হয়েছে।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ -২ আসনের সাংসদ মমতাজ বেগম। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন,মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাজী মো:ইউসুফ আলী,হরিরামপুর উপজেলা আওয়ামী যুবলীগ এর আহ্বায়ক আমিনুর রহমান চৌধুরী মিল্টন, উপজেলা সহকারী ভূমি কমিশনার রাবেয়া তাপসী,হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুমন কুমার আদিত্য, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও প:প: কর্মকর্তা ডা:মেহেরুবা পান্না,উপজেলা প্রকল্প বাস্তবায়ন এর মকর্মকর্তা মানিকুজ্জামান, উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর এর কর্মকর্তা ডা:মো:জহুরুল ইসলাম, উপজেলা সমাজ সেবা অধিদপ্তর এর কর্মকর্তা মো:আয়ূব আলী খান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বেগম সাজেদা চৌধুরী ,বলড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসলেম উদ্দিন খান কুন্নু, ধূলশুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জায়েদ খান রামকৃষ্ণপুরবইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মো কামাল হোসেন,চালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আব্দুল মজিদ,উপজেলা সেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মাসুদুর রহমান, সাধারণ সম্পাদক কামরুজ্জামান ফিরোজ, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি লুৎফর রহমান,সরকারি বিচারপতি নূরুল ইসলাম মহাবিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীবৃন্দ, বিভিন্ন দলীয় ইউনিটের নেতাকর্মীরা সহ প্রমূখ।