সংবাদ শিরোনাম ::
হাকিমপুরে বাংলাদেশ কিন্ডারগার্টেন শিক্ষা বোর্ডের বৃত্তি পরীক্ষা শুরু
নিউজ ডেস্ক
- আপডেট সময় : ০৫:১৩:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৮ ডিসেম্বর ২০২৩
- / ৩৬২ বার পড়া হয়েছে
হাকিমপুর হিলি প্রতিনিধি
বাংলাদেশ কিন্ডারগার্ডেন শিক্ষা বোর্ডের অধিনে দিনাজপুরের হাকিমপুর হিলিতে দু’দিন ব্যাপি বৃত্তি পরীক্ষা শুরু হয়েছে।
শুক্রবার (০৮ ডিসেম্বর) সকাল ১১ টায় ‘উপজেলা পরিষদ শিশু নিকেতন ও জুনিয়র স্কুল’ কেন্দ্রে এ বৃত্তি পরীক্ষা শুরু হয়েছে।
পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন হাকিমপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হারুন উর রশীদ হারুন, ইউএনও অমিত রায়,ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা শাহিন, হাকিমপুর প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন।
কেন্দ্র সচিব, এইচ এম আওলাদ হোসেন জানান, বাংলাদেশ কিন্ডারগার্টেন শিক্ষা বোর্ডের ২০০ মার্কের এই পরীক্ষায় উপজেলার ৭ টি কিন্ডার গার্ডেন স্কুলের প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর মোট ১৩৫ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করেছেন। সুন্দর ও শান্তিপূর্ণ ভাবে দুই দিন এই বৃত্তি পরীক্ষা চলবে।