হিজলায় ইউপি সদস্যের বাহীনির হামলা ভাংচুর, লুটপাট বোমা বিস্ফোরণ

- আপডেট সময় : ০৪:১৪:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ জুলাই ২০২৩
- / ৪৫৫ বার পড়া হয়েছে

বরিশাল প্রতিনিধিঃ
বরিশালের হিজলা উপজেলার হরিনাথপুর ইউনিয়নের ১নং চরআবুপুর ওয়ার্ডের ইউপি সদস্য সোহরাবের নেতৃত্বে বাজারে হামলা ভাংচুর, লুটপাট ও বোমা বিস্ফোরণের অভিযোগ পাওয়া গেছে।
চ্যানেল স্টারের অনুসন্ধানে জানা যায়, বুধবার রাত ৮টার দিকে সোহরাব বাহিনী মুজিব বাজার রাস্তার মাথায় বোমা বিস্ফোরণ করে আতৎক ছড়ায়।পরে রাত ১১টার সময় চর আবুপুরের মুজিব বাজারে ইউপি সদস্য ও তার বাহিনী হামলা চালিয়ে ভাংচুর ও লুটপাট করে। বোমা বিস্ফোরণ হয়ে ইদ্রিস মাল হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিৎকিসাধীন রয়েছে। রাজারের ৫টি দোকান রামদা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে সবকিছু নিয়ে যায়।
সাবেক ইউপি সদস্য খোরশেদ সরদার জানান, গত কয়েক বছর যাবৎ এ এলাকায় জমি দখল করার জন্য পায়তারা করে আসছে সোহরাব ও তার বাহিনী।
তিনি আরো জানান, এই গ্রামে ২০১৭ সালে একইভাবে হামলা করে একজনকে হত্যা করে।
বাজারের ব্যবসায়ী মিজানুর রহমান জানান, গতকাল রাত ১১টার সময় হঠাৎ ইউপি সদস্য সোহরাব বাহিনীর নেতৃত্বে ২/৩ শত লোক এসে বাজারে বোমা বিস্ফোরণ করে। তখন ভয়ে সবাই এদিক ওদিক পালিয়ে যায়।
পরে তারা আমার দোকানসহ ৪টি দোকান রামদা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে মালামাল লুট করে নিয়ে যায়।
ইউপি সদস্য সোহরাব ঘটনার সত্যতা শিকার করে বলেন, আমার কর্মীদের সাথে জাকির ও খোরশেদের সংঘর্ষ হয়েছে। বোমা বিস্ফোরণের শব্দ পেয়েছি। তবে বাজারে ভাংচুর লুটপাটের বিষয়ে জানা নেই। তবে দীর্ঘ কয়েকবছর যাবৎ তাদের সাথে জমি সংক্রান্ত বিরোধ রয়েছে।
এদিকে হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুবাইর জানান, মুজিব বাজারে হামলা ভাংচুর ও লুটপাটের বিষয়ে আমরা অবগত আছি।সমস্যা বিরসনে আলোচনা চলছে।