সংবাদ শিরোনাম ::
হিজলায় পরিত্যক্ত ও বেদখল হওয়া জমি উদ্ধার

নিউজ ডেস্ক
- আপডেট সময় : ০৮:৪১:৪২ অপরাহ্ন, সোমবার, ২ অক্টোবর ২০২৩
- / ৩২৮ বার পড়া হয়েছে

মোঃ মশিউর রহমান সুমন, মেহেন্দিগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ
বরিশালের হিজলা উপজেলার গৌরবদী ইউনিয়নের একতা খেয়াঘাট সংলগ্ন এলাকা থেকে প্রায় ৩.৭৫ একর বেদখল জমি উদ্ধার করা হয়েছে।
আজ (২অক্টোবর) সকাল ১০টায় সরেজমিনে আসেন বরিশাল জেলা পুলিশ সুপার ও অতিরিক্ত পুলিশ সুপারসহ বরিশালের বিভিন্ন সার্কেলের অফিসার বৃন্দ।
এসময় তারা হিজলা উপজেলার গৌরবদী ইউনিয়নের একতা খেয়াঘাট সংলগ্ন এলাকা থেকে পরিত্যক্ত ও বেদখল হওয়া জমিগুলো উদ্ধার করেন।পরবর্তীতে জমিগুলো হিজলা থানা পুলিশের তত্বাবধানে নেওয়া হয়।
এসময় হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও হিজলা উপজেলা পরিষদের চেয়ারম্যান, গৌরবদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।