হিন্দু ধর্মীয় নতুন আইন বাতিলের দাবিতে নীলফামারীতে ঝাড়ু মিছিল
- আপডেট সময় : ১১:২৩:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ মে ২০২৩
- / ৩৫০ বার পড়া হয়েছে
তপন দাস, নীলফামারী প্রতিনিধিঃ
হিন্দু ধর্মীয় নতুন আইন বাতিলের দাবিতে ও হিন্দু ধর্মীয় আইন পরিবর্তন প্রচেষ্টার প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন ও ঝাড়ু মিছিল করেছেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট সহ হিন্দু ধর্মীয় সকল অঙ্গসংগঠনের সদস্যরা।
শুক্রবার সকালে নীলফামারীর কেন্দ্রীয় শিব মন্দির হতে এই মানববন্ধন ও ঝাড়ু মিছিল টি শুরু হয়ে নীলফামারী জেলা ডিসি হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে চৌরঙ্গী মোড়ে এসে জাতীয় হিন্দু মহাজোটের সদস্যরা বক্তব্য দেন। এসময় বক্তারা বলেন আমরা হিন্দু সম্প্রদায়ের আইন পরিবর্তন মানি না মানবো না এবং সমাবেশে উপস্থিত সকল সনাতনধর্মীরা বলেন হিন্দু পরিবর্তন আইন মানি না মানবো না তাই আইম পরিবর্তন কারীদের মুখে মারো জুতা মারো জুতা। তারা আরো বলেন সনাতনী রা কখনো তাদের আইন পরিবর্তন মানবে না , আর এই আইন যদি ভবিষ্যতে জোর করে সনাতনীদের মাঝে চাপিয়ে দেওয়া হয় তাহলে আমরা বড় ধরনের পদক্ষেপ নিতে বাধ্য হব এবং সামনের নির্বাচনের আগে যদি আমাদের দাবি মেনে নেয়া না হলে সনাতনীরা কেউ নির্বাচনে যাবে না বলে জানান তারা। এসময় উক্ত সমাবেশে উপস্থিত ছিলেন জাতীয় হিন্দু মহাজোটের জেলা সভাপতি জুয়েল রায়, মহিলা বিষয়ক সম্পাদক দিপ্তি রানী সরকার, লোকনাথ টিভির চেয়ারম্যান সাংবাদিক তপন দাস, গীতা স্কুল পরিচালনা পরিষদ ( Gssp) নীলফামারী এর সহ সভাপতি গনতি রায়, মিডিয়া বিষয়ক সম্পাদক সাংবাদিক দীপক রায় মহিলা বিষয়ক সম্পাদক গায়িত্রি রায় সহ সকল সংগঠনের সদস্য ও সাধারণ জনগন ।