হিলিতে আওয়ামী যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
- আপডেট সময় : ০২:৪২:০৫ অপরাহ্ন, শনিবার, ১১ নভেম্বর ২০২৩
- / ৩৬৮ বার পড়া হয়েছে
মোঃ রাকিব হাসান ডালিম, হাকিমপুর হিলি প্রতিনিধিঃ
দিনাজপুরের হিলিতে আলোচনা সভা, র্যালী, পতাকা উত্তোলন ও কেক কেটে বাংলাদেশ আওয়ামীলীগ যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।
শনিবার সকাল সাড়ে ৯ টায় হিলি চারমাথারস্থ দলীয় কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। দলীয় কার্যালয় থেকে একটি র্যালী বের হয়ে বন্দরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সেখানে কেক কাটা হয়। এরপর উপজেলা যুবলীগ সভাপতি আমিরুল ইসলাম লিটনের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন,হাকিমপুর পৌর আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সোহরাব হোসেন মল্লিক প্রতাব,শাহেদ মল্লিক বাবু, বোয়ালদাড় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও চেয়ারম্যান ছদরুল ইসলাম,উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক এমদাদুল মল্লিক টগর,পৌর যুবলীগের সভাপতি মাহামুদুল হক উজ্জল ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গুলজার হোসেন রতন, উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি কাহের আলী মন্ডল,সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদ, পৌর সেচ্ছাসেবকলীগের সভাপতি আতাউর রহমান কাজল,পৌর কৃষকলীগের সভাপতি মিলন মন্ডল, সাধারণ সম্পাদক রাকিব হাসান ডালিমসহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।