হিলিতে এনটিভির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
- আপডেট সময় : ০৯:০১:০০ অপরাহ্ন, সোমবার, ৩ জুলাই ২০২৩
- / ১০০১ বার পড়া হয়েছে
মোঃ রাকিব হাসান ডালিম, হাকিমপুর হিলি প্রতিনিধি
দিনাজপুরের হিলিতে সময়ের সাথে আগামীর পথে’ এই স্লোগান কে সামনে রেখে উৎসব মুখর পরিবেশে র্যালি , আলোচনা সভা, কেক কাটার মধ্যে দিয়ে এনটিভি ২১ বছরে পদার্পণ উপলক্ষে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
রবিবার (৩ জুলাই) দুপুর বেলা বাংলাহিলি সি এন্ড এফ এজেন্ট এসোসিয়েশনের কার্যালয়ে এনটিভির হিলি প্রতিনিধি জাহিদুল ইসলাম জাহিদ এর সঞ্চালনায় আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ শাহিনুর রেজা শাহীন ।এসময় পৌর মেয়র জামিল হোসেন চলন্ত, হাকিমপুর-ঘোড়াঘাট সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. শরিফুল ইসলাম।
হাকিপুর থানার তদন্ত(ওসি) জাহাঙ্গীর হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী, হিলি প্রেসক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন, সাধারণ সম্পাদক মুরাদ ইমাম কবির, সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বুলু, পৌর কৃষক লীগের সাধারন সম্পাদক রাকিব হাসান ডালিম, সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও ইলেকট্রনিকস ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।