হিলিতে কাঁচা মরিচের দাম বেশি নেওয়ায় পাঁচ ব্যবসায়ীকে জরিমানা

- আপডেট সময় : ০৮:৩৮:৫৬ অপরাহ্ন, রবিবার, ২ জুলাই ২০২৩
- / ৫৩২ বার পড়া হয়েছে

মোঃ রাকিব হাসান ডালিম, হাকিমপুর (হিলি) প্রতিনিধি
দিনাজপুরের হিলিতে কাঁচামরিচের দাম বেশি নেওয়ার অভিযোগে পাঁচ ব্যবসায়ীকে চার হাজার পাঁচ শত টাকা জরিমানা করছে ভ্রাম্যমান আদালত।
হিলি কাঁচাবাজারে অভিযোন পরিচালনা করে পাঁচ দোকানীকে জরিমানা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী (ভূমি) কমিশনার মোখলেদা খাতুন মীম।
যে সব দোকানে জরিমানা করা হয় তারা হলেন, হিলি বাজারের কাঁচামরিচ বিক্রেতা ফারুখ হোসেন ১ হাজার, শুশীল বসাক ১ হাজার, সোহেল রানা ৫০০, জাহেদুল ইসলাম ১ হাজার এবং মেহেদী হাসান ১ হাজার টাকা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোখলেদা খাতুন মীম বলেন,দেশের বাজারে কাঁচামরিচের দাম বৃদ্ধি পেয়েছে। যার জন্য কিছু কিছু অসাধু ব্যবসায়ী নিজের ইচ্ছে মতো দামে কাঁচামরিচ বিক্রি করছেন। এমনকি অনেকেই দ্রব্য মূল্যের যে তালিকা সেটিও টাংগিয়ে রাখেননি। ফলে ভোক্তারা অনেকটাই ভোগান্তীর মধ্যে পড়ছেন। এরই ধারাবাহিকতায় রবিবার (২ জুলাই) হিলি বাজারে অভিযান পরিচালনা করা হয়। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে