হিলিতে জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

- আপডেট সময় : ০৪:১১:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৬ অক্টোবর ২০২৩
- / ৩৩৬ বার পড়া হয়েছে

হাকিমপুর হিলি প্রতিনিধি
সাপ্তাহিক ছুটির দিনে বৈরী আবহাওয়া উপেক্ষা করে “নির্ভুল জন্ম ও মৃত্যু নিবন্ধন করি নাগরিকের অধিকার নিশ্চিত করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের হিলিতে র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে।
শুক্রবার (৬ অক্টোবর) সকাল সাড়ে দশটায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লায়লা ইয়াসমিন এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহীন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ অফিসার মেজবাহুর রহমান, আলিহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান, বোয়ালদাড় ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আক্তার হোসেন বাবু , ইউপি সদস্য মাসুদ রানা, উপজেলায় কর্মরত বিভিন্ন পিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিকবৃন্দ এবং ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ সদস্যরা।
এসময় নির্ভূল জন্ম ও মৃত্যুর সনদপ্রত্রের তথ্য কিভাবে কালেক্ট করা যায় সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করেন বক্তৃতারা। সেই দিবসটির গুরুত্ব ও তাৎপর্য বিষয়ে আলোচনা করা হয়।
আলোচনা সভা শেষে একটি র্যালী উপজেলা পরিষদ থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার সেখানে গিয়ে শেষ হয়।