সংবাদ শিরোনাম ::
হিলিতে জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ
নিউজ ডেস্ক
- আপডেট সময় : ১০:০৩:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর ২০২৩
- / ৩৮৯ বার পড়া হয়েছে
হাকিমপুর (হিলি) প্রতিনিধি:
দিনাজপুরের হিলিতে ৩ দিন ব্যাপী জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদ অডিটরিয়ামে মেলার এই সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। হাকিমপুর উপজেলা নির্বাহী অফিসার অমিত রায়ের সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাকিমপুর উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীনুর রেজা শাহিন ও মহিলা ভাইস চেয়ারম্যান পারুল নাহার।
পরে মেলায় প্রথমস্থানের অধিকারী অর্জন করে উপজেলা কৃষি অফিস,দ্বিতীয় স্থানের অধিকারী অর্জন করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও তৃতীয় স্থানের অধিকারী অর্জন করে হাকিমপুর নারী উদ্যোক্তা ফোরাম এর হাতে ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ। এর আগে কিশোর কিশোরী ক্লাবের শিক্ষার্থীরা বিভিন্ন গান পরিবেশন করেন।