হিলিতে ট্রেন স্টোপেজ ও সড়ক নির্মাণ দাবিতে এলাকাবাসীর মানববন্ধন
- আপডেট সময় : ০৫:৪৪:২৩ অপরাহ্ন, সোমবার, ১০ জুলাই ২০২৩
- / ১০৫৭ বার পড়া হয়েছে
হাকিমপুর (হিলি) প্রতিনিধি
সকল ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের স্টোপেজ ও দ্রুত সড়ক নির্মাণের দাবিতে ঘন্টাব্যাপী সড়ক অবরোধ এবং মানববন্ধন করেছে দিনাজপুরের হিলিবাসী। এছাড়াও দুই ঘন্টা ভারতের সাথে আমদানি-রপ্তানি বন্ধ করে রাখে তারা। দাবি না মানলে আগামীতে আমদানি-রপ্তানি সহ ট্রেন যোগাযোগ বন্ধ করে দেওয়ার হুমকিও দেন এলাকাবাসী।
সোমবার (১০ জুলাই) সকাল ১০টায় হিলি চারমাথা মোড়ে হিলি নাগরিক কমিটির উদ্যোগে দুই ঘন্টাব্যাপী মানববন্ধন এবং এক ঘন্টা সড়ক অবরোধ করে রাখে বিভিন্ন সংগঠন ও স্থানীরা। এক ঘন্টা হিলির সাথে দেশের সকল যোগাযোগ বন্ধ থাকে। এর প্রভাব পড়ে আমদানি-রপ্তানি উপর।
এসম বক্তারা বলেন, হিলি বাংলাদেশের দ্বিতীয় স্থলবন্দর এবং এখানে রয়েছে একটি ইমিগ্রেশন চেকপোস্ট। সরকার প্রতি বছর কয়েকশো কোটি টাকা রাজস্ব পেয়ে থাকে। কিন্তু আমাদের রাস্তা-ঘাট ও রেল স্টেশনের কোন উন্নয়ন হয়নি। দেশের যতগুলো উপজেলা রয়েছে তার মধ্যে এই উপজেলায় কোন উন্নয়ন হয়নি। ব্রিটিশ আমলের রেলস্টেশন, যার কোন উন্নয়ন হয়নি। ঢাকায় যেতে হলে পার্শ্ববর্তী উপজেলায় গিয়ে ট্রেন ধরতে হয়। গত ডিসেম্বরে এই সড়ক নির্মাণ কাজ শুরু হয়েছে। কিন্তু কাজের কোন অগ্রগতি নেই, ঢিলেঢালা ভাবে কাজ করছে ঠিকাদার প্রতিষ্ঠান।
বক্তারা আরও বলেন, যদি আগামী মাসের মধ্যে আমাদের দাবি না পূরণ হয়। তাহলে আমরা আরও কঠোর অবস্থানে যাবো। প্রয়োজনে আমদানি-রপ্তানি সহ বন্ধ করে দিবো ট্রেন যোগাযোগ ব্যবস্থা